জুলাই মাস শুরু হতে বাকি আর মাত্র ১ দিন। আর এই ১ জুলাই থেকে বদলে যাবে দেশের বেশ কয়েকটি নিয়ম। এরফলে পকেটে টান পড়বে গরিব এবং মধ্যবিত্তদের। কারণ এই ১ জুলাই থেকেই দেশের সবচেয়ে বড় ব্যাংক যুক্তিকরণের কাজ সম্পুর্ন হবে। পাশাপাশি দিতে হবে ১ হাজার টাকা জরিমানা। চলুন জেনে নিই বিস্তারিত।
প্রতিবার নতুন মাস শুরু হবার সাথে সাথে বদল ঘটে দেশের বেশ কয়েকটি নিয়মের। এবারও ১ জুলাই থেকে বদল ঘটবে দেশের ৫ নিয়মের। যার মধ্যে রয়েছে LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং বেশ কয়েকটি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। এবং সাথে রয়েছে ১,০০০ টাকা জরিমানা। চলুন এক করে জেনে নিই ১ জুলাই থেকে কোন কোন নিয়মের পরিবর্তন ঘটবে দেশে।
১) গ্যাসের দামে পরিবর্তনঃ ১ জুলাই থেকে রান্নার গ্যাস সহ বানিজ্যিক ভাবে ব্যবহৃত গ্যাসের দামের পরিবর্তন ঘটবে। মনে করা হচ্ছে যে ১ জুলাই থেকে রান্না এবং বানিজ্যিক ভাবে ব্যবহৃত দুই ধরনের গ্যাসের দামেরই মূল্যবৃদ্ধি ঘটতে পারে। কেননা গত মাসেই কলকাতা সহ আরো অন্যান্য জায়গায় কমে গিয়েছিল বানিজ্যিক ভাবে ব্যবহৃত গ্যাসের দাম সহ ভর্তুকিহীন রান্নার গ্যাস দাম।
২) ব্যাংক যুক্তিকরণঃ ১ জুলাই থেকে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক HDFC এবং HDFC ব্যাংক মার্জ হতে চলেছে। এবং মার্জ হয়ে হবে HDFC লিমিটেড। এরফলে ব্যাংকের সুদের হারে পরিবর্তন ঘটবে। পাশাপাশি একই শাখায় ব্যাংকিং থেকে শুরু করে লোনের মতো পরিষেবা পাওয়া যাবে।
৩) CNG এবং PNG-র দামে পরিবর্তনঃ জুলাই মাসে CNG এবং PNG-র দামে পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন দিল্লি এবং মুম্বাইয়ের মতো নগরিতে দেখা যাবে।
৪) প্যান এবং আধার কার্ডঃ ৩০ জুনের আগে সম্পুর্ন করতে হবে আধার এবং প্যান কার্ড লিঙ্কের কাজ। নয়তো ১ জুলাই থেকে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। সাথে ভারী জরিমানাও হতে পারে। যদিও এই মুহূর্তে আধার-প্যান লিঙ্ক করাতে গেলে লাগছে ১,০০০ টাকা জরিমানা। তাই ১,০০০ টাকা জরিমানা দেবার ভয়ে কেউ কেউ আধার-প্যান লিঙ্কের কাজ এখনো সারেননি। যারা সারেননি ১ জুলাইয়ে তাদের প্যান কার্ড বাতিল করে দেয়া হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) তরফ থেকে।
৫) চটিঃ জুলাই মাস থেকে দাম বাড়তে চলেছে চটি ও জুতোর। সরকার দেশে তৈরি হওয়া নিম্নমানের চটি এবং জুতো তৈরি বন্ধ করে দিচ্ছে ফলে নতুন চটি এবং জুতো কিনতে গিয়ে পকেটে টান লাগবে মধ্যবিত্তদের।