Wednesday, September 18, 2024

আধার আপডেট কি সবার জন্য বাধ্যতামূলক? এই লোকদের করতে হবেনা আধার আপডেট, বেঁচে গেলেন

আপনি যদি একজন ভারতীয় সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি শুনেছেন যে আধার কার্ড আপডেটের (Aadhar Card update) কথা। সরকার ২০২২ সালের নম্বর মাসে সর্বপ্রথম বলেছিল যে আধার কার্ড আপডেটের কথা। এরপর আধার আপডেট সম্পুর্ন বিনামূল্যে করা হয়েছিল দেশবাসীর জন্য। যা চলবে আগামী ১৪ জুন ২০২৩ পর্যন্ত। কিন্তু এখন কথা হচ্ছে আধার আপডেট কি সবার জন্য বাধ্যতামূলক? কাদের করতে হবে না আধার কার্ড আপডেট চলুন যেনে নেই।

আধার কার্ড আপডেট কাদের করতে হবে না জানার পূর্বে চলুন যেনে নেই যারা আধার কার্ড আপডেট করবেন না তাদের কি কি ক্ষতি হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আপনি যদি আপনার আধার কার্ড আপডেট না করেন তাহলে প্রথমে আপনাকে জরিমানা করা হতে পারে। দ্বিতীয়ত বাতিল হবে আপনার আধার কার্ড। তৃতীয়ত আপনি কেন্দ্র এবং রাজ্যে সরকারের ১,১০০ টি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন না। পাশাপাশি ব্যাংকের লেনদেন সংক্রান্ত সমস্যাও হতে পারে আপনার আধার কার্ড আপডেট না করলে। UIDAI– এর তরফ থেকে জানানো হয়েছে যে, জনগনের সুবিধার্থে আধার কার্ডে বর্তমান ঠিকানা, নামের বানান ভুল সহ আরো ইত্যাদি আধার আপডেটের মাধ্যমে সংশোধন করে নেয়া জরুরি।

কাদের করতে হবে না আধার আপডেট?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ১০ বছরের পুরনো যে সমস্ত আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড KYC অর্থাৎ আধার আপডেট করতে হবে। যারা সম্প্রতি আধার কার্ড পেয়েছে কিংবা যাদের নতুন আধার কার্ড এই সমস্ত মানুষদের আধার কার্ড আপডেট করতে হবে না। শুধুমাত্র ১০ বছরের পুরনো যাদের আধার কার্ড যা একবারও তথ্য হালনাগাদ (update) করা হয়নি এমন মানুষদের আধার আপডেট করা বাধ্যতামূলক।

Aadhar

কিভাবে ঘরে বসে অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করবেন?

) আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

) এরপর login অপশনে ক্লিক করুন। Login অপশনে ক্লিক করার পর আধার নম্বর দিয়ে এবং ক্যাপচার কোড ফিলাপ করে দিলে আপনার ফোনে একটি OTP আসবে, সেই OTP নির্দিষ্ট ঘরে বসিয়ে login অপশনে ক্লিক করে দিলে আপনি login হয়ে যাবেন।

) এরপর সবার নিচে দেখুন documents update বলে লেখা আছে। যার শেষ তারিখ হচ্ছে ১৪ জুন। documents update অপশনে ক্লিক করে দিন।

) এবার next অপশনে ক্লিক করে দিন, এরপর ফের একবার next অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এরপর নতুন একটি পেজ আসবে আপনার সম্মুখে।

) এবার আপনার সামনে আপনার আধারের সম্পুর্ন তথ্য শো করবে। তথ্য যদি সঠিক হয় তাহলে next অপশনে ক্লিক করতে হবে।

) এরপর documents হিসেবে আপনাকে একটি অপশন বেছে নিতে হবে। ধরা যাক আপনি যদি প্যান কার্ড সিলেক্ট করেন তাহলে documents হিসেবে আপনাকে আপনার প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে। এরপর next অপশনে ক্লিক করে দিন। এরপর নতুন একটি পেজ আসবে আপনার সামনে।

) এই পেজে আপনাকে address proof হিসেবে আরও একটি documents এর ছবি আপলোড করতে হবে। অপশন থেকে তা বেছে নিয়ে ছবি আপলোড করে এরপর আবার next অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার সামনে একটি popup মেনু আসবে সেটাতে okay ক্লিক করে দিলেই কাজ হয়ে যাবে। এবং সবশেষে acknowledgement স্লিপটি ডাউনলোড (download) করতে ভুলবেন না। আপনাদের জানিয়ে রাখি যে, বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ হচ্ছে ১৪ জুন ২০২৩। এর পরে আধার আপডেট করতে গেলে ৫০ টাকা চার্জ দিতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo