Friday, December 13, 2024

ঔষধের জন্য আর ছটফট নয়! কেন্দ্রের এই পদক্ষেপে সস্তা হবে ঔষধ, স্বস্তিতে মধ্যবিত্তরা

শরীর খারাপ হলে আপনাকে ঔষধ খেতেই হবে। কিন্তু ঔষধের যা দাম তাতে করে ঔষধ কিনে খেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আপনার আমার মতো মধ্যবিত্ত মানুষগুলোর। অনেকে তো আবার কোন রকম কোন মরণব্যাধি রোগের ওষুধ কিনতে গিয়ে সব অর্থ শেষ হচ্ছে যাচ্ছে তাদের। তবে এবারে আর আপনাকে ঔষধের দাম নিয়ে চিন্তা করতে হবে না। ঔষধের দাম কমানো নিয়ে একটি দারুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরে উপকৃত হবেন দেশের কোটি কোটি মধ্যবিত্ত মানুষ।

ঔষধ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এবার থেকে ঔষধের প্রতিটা পাতায় প্রতিটা টেবলেটের গায়ে মূল্য সহ যাবতীয় তথ্য লেখা থাকবে। অর্থাৎ Full Strip Medicine। এর জন্য ঔষধি নির্মাণকারী প্রতিষ্ঠান গুলোকে একটি নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে, অনেক সময়ই আমাদের পুরো পাতার ঔষধ কেনা সম্ভব হয়না, কেউ কেউ ঔষধের আস্ত পাতা থেকে ২টি কিংবা ৩ টেবলেট কিনে থাকেন নিজেদের প্রয়োজন অনুসারে। আর ঐসব টেবললেটের গায়ে মূল এবং যাবতীয় তথ্য লেখা না থাকার কারণে বিভিন্ন দোকানদার গ্ৰাহকদের থেকে ঔষধের বেশি মূল্যের দাবি করে থাকেন। ফলে বেশি টাকা দিয়ে ঔষধ কিনে খেতে হচ্ছে অনেককে। আবার কেউ কেউ মনে করেন যে ঔষধের হয়তো মূল্যবৃদ্ধি হয়েছে তাই টাকা বেশি নেয়া হয়েছে তাদের থেকে।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে, এবার থেকে ঔষধের পুরো পাতা জুড়ে লেখা থাকবে ঔষধের মূল্য এবং যাবতীয় তথ্য। যাতে করে কেউ ১ টি টেবলেট (Tablet)  কিনলেও তিনি ঔষধের গাঁয়ে ঔষধের মূল্য দেখতে পান। আর এভাবেই ঔষধের অতিরিক্ত মূল্য বৃদ্ধি থেকে রেহাই পাওয়া যাবে এবং স্বস্তি পাবেন দেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo