Friday, December 8, 2023

বাতিল হওয়া এই ৫০ টাকার নোট থেকে আয় করুন লক্ষ টাকা! শুধু করতে হবে এই কাজ

কিছু মানুষের প্রচুর নেশা থাকে পুরনো নোট-কয়েন কেনার। যদিও সরকারি ভাবে পুরোনো নোট বা কয়েনের কোন মূল্য হয়না মানুষ শখের বসে বাড়িতে কিংবা মানিব্যাগে রাখার জন্য এসব পুরনো নোট-কয়েন কিনে থাকেন। এক কথায় বলতে গেলে শখের জন্য মানুষ মোটা টাকা খরচ করতেও রাজি আছে। তাই আপনার কাছে যদি কোন পুরনো নোট বা কয়েন থেকে থাকে আপনি সেই নোট বা কয়েন মোটা টাকায় বিক্রি করতে পারেন। শুধু তাই নয়, পুরনো নোট-কয়েন বিক্রি করতে হবে কোন জায়গায় সেই ঠিকানাও বলবো আপনাদের।

আজ আমরা আপনাদেরকে পুরনো বাতিল হওয়া একটি ৫০ টাকার নোটের বিষয়ে বলবো। যেই নোটটি বহু বছর আগে খুব সম্ভবত বাতিল হয়ে গিয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI, বদলে তখন নতুন ৫০ টাকার নোট ছাপানো শুরু করেছিল। ফলে বাজারে আর পুরনো ৫০ টাকার নোটটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আপনার কাছে যদি সেই ৫০ টাকার বাতিল পুরনো নোট টি থাকে আপনি সেটি বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

নোট বিক্রি করুন এই জায়গায়:

5 rupee notes

পুরনো নোট-কয়েন বিক্রি করার সবচেয়ে ভালো একটি জায়গা হচ্ছে ইবে। এটি একটি অনলাইন ওয়েবসাইট (Online) যেখানে কিনা পুরনো নোট-কয়েন কেনা বেচা হয়ে থাকে। ইবের মাধ্যমে পুরোনো নোট কয়েন বিক্রি করার জন্য প্রথমে আপনাকে ইবেতে একজন বিক্রেতা হিসেবে নিবন্ধ করতে হবে। এরপর সেই নোটের ছবি আপলোড (upload) করে মূল নির্ধারণ করে দিতে হবে। এসব করা হয়ে গেলে আপনার কাছে ইনবক্স (Inbox) মেসেজ পাঠাবেন যারা পুরোন নোট এবং কয়েন কিনতে ইচ্ছুক।

আপনার জন্য
WhatsApp Logo