কেন্দ্র এবং রাজ্যের সহযোগিতায় বিনামূল্যে রেশন পাচ্ছেন দেশের ৮০ কোটি মানুষ। সাধারণত করোনাকালের পর থেকে দেশব্যাপী গরিব এবং মধ্যবিত্ত পরিবারগুলোকে বিনামূল্যে রেশন সামগ্রী দেয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। যা চলবে আগামী ২০২৩ সালের ডিসেম্বর (December) মাস পর্যন্ত। অর্থাৎ এ বছরের ডিসেম্বর মাসের পর থেকে আর বিনামূল্যে রেশন দেয়া নাও হতে পারে দেশবাসীকে। তবে যাই হোক এই বিনামূল্যে রেশন তুলেই সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বহু মানুষের ফোনে আসছে অদ্ভুত অদ্ভুত সব প্রস্তাব।
সুত্র থেকে জানা যায় যে, বহু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। কারণ সময় সময়ই রেশন কার্ডের তালিকা আপডেট (update) করা হচ্ছে। কারো নাম যোগ হচ্ছে আবার বাদ হচ্ছে কারো নাম। আর এই সুযোগে বহু প্রতারক তাদের ফোনে ফোন করে লোভনীয় সব প্রস্তাব রাখছে। চাওয়া হচ্ছে ব্যাংকের ডিটেইলস, নাকি এসব একাউন্টে বিনামূল্যে রেশনের টাকা আসবে এবং সাথে SMS-এর মাধ্যমে পাঠানো হচ্ছে লিঙ্ক। আর এসব লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে KYC update করার জন্য। আর এতে ফাঁকা হয়ে যাচ্ছে বহু মানুষের ব্যাংক একাউন্ট।
আপনাদের জানিয়ে রাখি যে, এধরনের কোন ফোন পেলে মোটেও গুরুত্বসহকারে নেবেন না। এগুলো হচ্ছে ফেক কল (fraud call), মানুষকে লোটার নতুন পদ্ধতি। এমনকি সরকার থেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষদের।