পাল্টে গেল গ্যাস বুকিংয়ের নম্বর! এই নম্বরে ফোন না করলে সিলিন্ডার পৌঁছবে না বাড়িতে

আজকাল প্রতিটা বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে। উনুনে রান্না করে হাড়ি-কড়াই কালো করার দিন শেষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সাল থেকে ১ মে অর্থাৎ চলতি বছর অনুযায়ী প্রায় ১৭ কোটি মানুষের বাড়িতে রান্নার গ্যাস রয়েছে। ধীরে ধীরে এই সংখ্যা আরো বাড়ছে। আর এমনটি কেবলমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার (Ujjwal Yojana) কারণে। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর মোট ১২ টি করে গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি পান মহিলারা। তবে এই সুবিধা গরিব ST এবং SC মহিল সম্প্রদায়দের দেয়া হয় থাকে। তবে যাই হোক সেটা বড় কথা না।

বড় কথা হচ্ছে আপনি কি জানেন গ্যাস সিলিন্ডার বুকিং করার নম্বর পাল্টে গেছে? হ্যা ঠিকই শুনেছেন আগে যেই নম্বরে ফোন করে গ্যাস সিলিন্ডার বুক করতে হতো তার কথাই বলা হচ্ছে। সরকার WhatsApp এর মাধ্যমে গ্যাস বুকিং করার নতুন নিয়ম এবং একটি নম্বর চালু করেছে। আগের নম্বরটি থাকলেও এবার থেকে WhatsApp এর মাধ্যমেও গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন যে কেউ। শুধু তাই নয়, WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করলে তার Status’ও দেখতে পারবেন আপনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেকেরই গ্যাস সিলিন্ডার বুক করার পর মনে সন্দেহ থেকে যেত যে, আদৌও গ্যাস সিলিন্ডার বুক হয়েছে তো? তাই WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করলে মন থেকে সেই সন্দেহ দূর হয়ে যাবে। চলুন দেখে নেই কিভাবে WhatsApp-এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করবেন।

Book a gas cylinder using whatapps

WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য আপনাকে প্রথমে 1800224344 এই নম্বরটিতে WhatsApp একটি Hi মেসেজ লিখে পাঠাতে হবে। এরপর আপনাকে আপনার ভাষা (language) বেছে নিতে হবে। আপনি যে ভাষা জানেন তা নির্বাচন করুন। এরপর আপনার সামনে আরও একটি মেসেজ আসবে, সেখানে আপনার গ্যাসের বইয়ের যাবতীয় তথ্য দিয়ে আপনি খুবই সহজেই WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুক করতে পারবেন। আপনাকে জানিয়ে রাখি যে, এই কাজটি শুধু আপনাকে একবার করতে হবে, এরপর আপনার সব তথ্য অটো সেভ (Auto save) হয়ে যাবে। এরপর আপনি ১ ক্লিকেই WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন প্রতিবার। একই সঙ্গে WhatsApp এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার তাঁরাই বুক করতে পারবেন যারা কিনা Indian Gas-এর গ্ৰাহক। তারা যদি গ্যাস সিলিন্ডার বুক করার পর বুকিংয়ের Status জানতে চায় তাহলে তাকে Status# এই মেসেজটি লিখে পাঠাতে হবে। তাহলে গ্যাস সিলিন্ডার কোথায় এবং কবে দিয়ে যাবে এছাড়াও বুকিং হয়েছে কিনা তা জানা যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment