জলের ধরে সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে PNB, এতোটাই সস্তা যে শুনে বাধ্য হবেন দৌড়তে

সোনা নিয়ে ভারতীয় মহিলাদের মধ্যে এক আলাদা অনুভূতির কাজ করে। এজন্য ভারতীয় নারীরা কোন উৎসব হলেই সোনা কিনে ঘরে রেখে দেন। আবার জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঘরে সোনা রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে দিন দিন যা সোনার দাম বাড়ছে তাতে সোনা কেনা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও আর সোনা কেনা যাচ্ছে না। তবে সস্তায় সোনা কেনার জন্য আপনার জন্য রয়েছে একটি খুশির খবর (Good news)।

সস্তায় সোনা বিক্রি করছে PNB (Punjab National Bank) ব্যাংক। ‘হ্যা’ ঠিকই শুনেছেন। সোনার মূল্যবৃদ্ধি বাজারেও সস্তায় সোনা বিক্রি করছে দেশের গুরুত্বপূর্ণ ব্যাংক PNB। তাই আপনি যদি সোনা কিনতে আগ্রহী থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Gold

প্রতি গ্ৰাম সোনা ৫,৯২৬ টাকা ধরে বিক্রি করছে PNB। PNB-এর একটি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই তথ্য একটি পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে। PNB জানায় যে তাঁরা সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের মাধ্যমে মাত্র প্রতি গ্ৰাম সোনা ৫,৯২৬ টাকা ধরে বিক্রি করছে। যারা সোনা কিনতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে সোনা অর্ডার (order) করতে হবে। জানিয়ে রাখি যে, এই সার্বভৌম গোল্ড বন্ড স্কিম হচ্ছে কেন্দ্রর একটি প্রকল্প, যেখানে সোনা রাখলে তার উপর সুদ পাওয়া যায়। আরও বিস্তারিত জানতে হলে PNB- অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment