Thursday, December 7, 2023

এবার থেকে এই মানুষদেরও দিতে হবে ৩০ শতাংশ income tax! তালিকায় আপনার নাম? দেখে নিন

যদি আপনার বার্ষিক আয় সরকার নির্ধারিত একটি সীমার উপরে চলে যায়? তাহলে আপনাকে প্রতিবছর আয়কর কর বা ইনকাম ট্যাক্স দিতে হয়। এই আয়কর দেওয়ার জন্য IT ফাইল করতে হয়। ২০২২-২৩ অর্থ বর্ষের আয়কর জমা করার শেষ তারিখ হলো ৩১শে জুলাই। এই তারিখের মধ্যে যদি আপনি আয়কর জমা না করেন, তাহলে যে আপনাকে তার মাশুল গুনতে হবে তাতে সন্দেহ নেই। দেশের বেশিরভাগ জনগণকেই প্রত্যক্ষ আয়কর দিতে হয় না। কিন্তু এমন এক শ্রেণি আছে যাদেরকে নিজের আয়ের ৩০% প্রত্যক্ষ আয়কর হিসেবে দিতে হয়।

সাধারণ জনগণ বাজার থেকে যেকোনো ধরনের কেনাকাটা করলেই, সেই জিনিসের মাধ্যমে তার পরোক্ষ কর দেওয়া হয়ে যায়। কারণ প্রতিটি বাজারজাত দ্রব্যের মধ্যেই কর বসানো থাকে। এই ধরনের কর হলো পরোক্ষ কর। আর যেই কর সরাসরি আপনার বার্ষিক আয় থেকে কেটে নেওয়া হয়, তা হলো প্রত্যক্ষ কর। আপনাকে কত টাকা আয়কর দিতে হবে নাকি দিতে হবেনা সেটা ঠিক করা হয় আপনার মাসিক রোজগারের ওপর। চলতি বছরে আরেকবার বিভাগ দুই ধরনের দু’ধরনের আয়কর প্রদান ব্যবস্থা চালু করেছে। আপনি নতুন অথবা পুরোনো, দুইভাবেই নিজের আয়কর দিতে পারেন।

Income tax

আয়কর প্রদানের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বিভাগের (income tax department) নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার বার্ষিক আয় সাত লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। সেখানেই যদি আপনার বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার ওপরে হয়ে থাকে তাহলে আপনার আয়ের ৩০ শতাংশ ইনকাম ট্যাক্স হিসেবে আপনাকে জমা করতে হবে। ইনকাম ট্যাক্স দান করার নতুন নিয়ম যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি পুরোনো নিয়মে ইনকাম ট্যাক্স জমা করতে পারেন। পুরনো নিয়মে বলা হয়েছে,যদি আপনার আয় দশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তাহলে আপনাকে নিজের আয়ের ৩০ শতাংশ আয়কর হিসেবে জমা করতে হবে। এখানে একটা ভালো বিষয় এই যে, দেশের বেশিরভাগ জনগণকেই এত পরিমাণ আয়কর দিতে হয় না।

আপনার জন্য
WhatsApp Logo