এবার থেকে রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস, কষ্ট করে আর যেতে হবেনা দোকানে! বড় উদ্যোগ সরকারের

এবার থেকে নতুন গ্যাস সিলিন্ডার (LPG gas cylinder) নেওয়ার জন্য আর আপনাদের বিভিন্ন অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এখন থেকে আপনারা আপনাদের নিকটবর্তী রেশন দোকান থেকেই গ্যাস সিলিন্ডার পাবেন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers Federation) এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা কবে থেকে নিজের রেশন দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন, এর দাম কত হতে পারে? আপনারা গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি পাবেন কিনা? গ্যাস সিলিন্ডার ছাড়া আর কী কী সুবিধা আপনারা পাবেন?- সবকিছু জানতে এই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।

সাধারণ জনগণকে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য যাতে বিভিন্ন অফিসে ঘন্টাএ পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় এবং তারা যাতে কোনো ঝামেলা ছাড়াই নিজের রেশন দোকান থেকে LPG গ্যাস নিতে পারেন,সেই জন্য বিগত দুই বছর থেকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সদস্যরা কেন্দ্রীয় সরকারের (central government) কাছে দাবি জানিয়ে আসছিল।। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক হয়। কেন্দ্রের মুখ্য খাদ্য সচিব এবং অন্যান্য উপদেষ্টারা এবং অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সদস্যরা বৈঠকে বসে যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন, তা হলো-প্রাথমিকভাবে বা প্রথম দিকে রেশন দোকান থেকে গ্রাহকরা শুধুমাত্র ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারি পাবেন।। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্তে কিছু পরিবর্তন আনা হয়।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG gas cylinder

প্রথম থেকেই ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডার দেওয়ার বিরুদ্ধে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সদস্যরা প্রতিবাদ জানিয়ে আসছিল। সেই কারণে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে,রেশন দোকানে সবমিলিয়ে 5 কেজির ভর্তুকি যুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের দেওয়া হবে। সেই সঙ্গে তাদের ডাল এবং খাবার তেলো দেওয়া হবে।। এক্ষেত্রে একটা কথা আপনাদের জেনে নেওয়া দরকার যে- রেশন দোকান থেকে আপনারা এই সুবিধা পাচ্ছেন বলে এমনটা ভাবার কোন কারণ নেই যে,এখানে আপনারা কম দামে গ্যাস পাবেন। কারণ গ্যাস প্রক্রিয়াকরণ সংস্থাগুলিই কিন্তু সিলিন্ডারের দাম ঠিক করবে। তাই এখান থেকে আপনারা কী দামে গ্যাস পাবেন,সেটা সবটাই তাদের উপর নির্ভর করবে। তবে কবে থেকে রেশন দোকানে এই সুবিধা পাওয়া যাবে,সেই সম্পর্কে ওখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আশা করা যায় যে,,খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment