বর্তমানে বিনামূল্যে রেশন (Ration) সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সাধারণত গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো জন্য বিনামূল্যে রেশন অনেক কিছু। এই বিনামূল্যে রেশন পেয়ে একটু হলেও তাঁরা উপকৃত হচ্ছেন। তবে এবারে শোনা যাচ্ছে যে আর মাত্র ২দিন পরেই বন্ধ হতে চলেছে বিনামূল্যে রেশন বন্টনের প্রক্রিয়া। আর এতে করে সমস্যার মধ্যে পড়তে চলেছেন কোটি কোটি মানুষ।
কেন্দ্রের তরফ থেকে বন্ধ করা হচ্ছে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টনের প্রক্রিয়া। ৩০ জুনের পর আর বিনামূল্যে রেশন পাওয়া যাবে না। আর কেন্দ্রের দেখানো একই পথে হাঁটছে রাজ্য সরকার গুলিও। আর এতে করে সমস্যার মধ্যে পড়তে চলেছেন দেশের প্রায় ৭০ থেকে ৮০ কোটি মানুষ। এমনকি রেশন কার্ড থাকলেও এতো দিন যারা বিনামূল্যে রেশন পাচ্ছিলেন তাদের রেশনে মাল দেয়া হবে না। কিন্তু কেন হঠাৎ করে কেন্দ্রের এই রেশন বন্ধের প্রক্রিয়া? চলুন জেনে নিই।
আসলে কেন্দ্র পুরো দেশ ব্যাপি একধরনের প্রকল্প চালাচ্ছে। আর তা হলো কেন্দ্রীয় সরকার যখন আধার কার্ড (Aadhar Card) চালু করেছিল তখন কেন্দ্র একটি সংকল্প নিয়েছিল যে তাঁরা সমস্ত কিছুর সাথেই আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করবে। এজন্য ব্যাংক একাউন্ট থেকে শুরু করে আরও যাবতীয় কাগজপত্রের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছিল। এমনকি রেশন ব্যাবস্থা নিয়েও কেন্দ্রর তরফ থেকে বলা হয়েছিল তাঁরা ওয়ান নেশন-ওয়ান রেশন করবে। এজন্য আধার কার্ডের সঙ্গেও রেশন কার্ড লিঙ্ক করা একপ্রকার বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। কিন্তু কিছু মানুষ এখনও কিনা রেশন কার্ডের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক করাননি। এমনকি তাদের পর্যাপ্ত সময়ও দেয়া হয়েছিল রেশন এবং আধার কার্ড লিঙ্ক করানোর জন্য, এবং যার সময় শেষ হচ্ছে ৩০ জুন। এবং এর মধ্যে যারা রেশন এবং আধার লিঙ্ক করাননি তাঁরা আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।