Tuesday, October 15, 2024

প্যান-আধার লিঙ্ক নয় এই কারণে হবে ১০ হাজার টাকা জরিমানা! নির্দেশ সরকারের

প্যান কার্ড নিয়ে যদি আপনি কখনো এই একটা কাজ ভুল করেও করে ফেলেন,তাহলে আপনাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া থেকে কেউ বাঁচাতে পারেন না। ১০ হাজার টাকা তো আপনাকে দিতেই হবে। সেই সঙ্গে এমনও হতে পারে যে,আপনাকে বেশ কয়েক দিনের জন্য জেলেও যেতে হতে পারে। কিছু লোক এমন আছেন যারা না জেনে এই কাজটা করে থাকেন। আবার কিছু মানুষ এমনও আছেন যারা নিজের অসৎ উদ্দেশ্য সফল করার জন্য এই কাজ করেন। ফলে পরবর্তীকালে তাদের অনেক পস্তাতে হয়। প্যান কার্ড নিয়ে কী এমন কাজ করলে আপনার ১০ হাজার টাকা জরিমানা সহ হাজত বাস হতে পারে এবং আপনিই বা কী করে সেই ভুল এড়িয়ে চলবেন- জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

প্রতিটি ভারতীয় নাগরিক (Indian citizen) প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্যান কার্ড (PAN card) তৈরি করে থাকেন। ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী একজন নাগরিকের একটি মাত্র প্যান নম্বর থাকবে। প্যান কার্ডের মাধ্যমে আয়কর বিভাগ আমাদের প্রত্যেকের যাবতীয় অর্থনৈতিক রেকর্ড সংগ্রহ করে রাখে। সাধারণ মানুষ এই বিষয়টা না জানলেও অনেকেই আছেন যারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে। সেই কারণে কিছু অসৎ ব্যক্তি নিজের প্রকৃত অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত রেকর্ড আয়কর বিভাগের (income tax department) কাছ থেকে লুকিয়ে রাখার জন্য ভূয়ো তথ্য দিয়ে দ্বিতীয় প্যান কার্ড তৈরি করে রাখে। যেখানে সেই ব্যক্তির আসল অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত রেকর্ড পাওয়া যায় না।

কিন্তু আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী একজন ভারতীয় নাগরিক শুধুমাত্র একটিমাত্র প্যান কার্ড রাখতে পারবেন। যদি কখনো কোনো নাগরিক একটির বেশি প্যান কার্ড তৈরি করে থাকেন তাহলেই তাকে ১০০০০ টাকা জরিমানা করা হবে। এমনও হতে পারে যে, যদি সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের কোনো অসৎ উদ্দেশ্য সফল করতে এমন কাজ করেছে, তাহলে ১০ হাজার টাকা জরিমানা সহ তাকে হাজত বাসও করতে হবে। তাই এই কাজ কখনো ভুল করেও করবেন না। আবার অনেক সময় আমরা না চাইতেও আমাদের কাছে ভুলবশত দুটি প্যান কার্ড চলে আসে। যদি কখনো ভুলবশত আপনার কাছে দুটি প্যান কার্ড চলে আসে, তাহলে সেই ডুপ্লিকেট প্যান কার্ডটা (duplicate PAN card) আপনাকে আয়কর দফতরে ফিরিয়ে দিতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pan card

যদি আপনার কাছে কখনো অনিচ্ছাকৃতভাবে ডুপ্লিকেট প্যান কার্ড চলে আসে তাহলে সেটা আপনি নিম্নলিখিত উপায়ে ফিরিয়ে দিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে incometaxindia.gov.in- ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে এবার Request for new PAN card / change বা correction Pan data-অপশনের যেকোনো একটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটি ফর্ম পাবেন। সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে, ফিলাপ করে আপনার অতিরিক্ত প্যান কার্ড সহ সেটা ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) এর অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এই কাজটা করলেই আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবেনা।

আপনার জন্য
WhatsApp Logo