Saturday, July 27, 2024

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা 5 স্কলারশিপ! আবেদন করলেই উঠে আসবে পড়াশোনার খরচ

১৫ থেকে ১৭ মে মধ্যে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের (madhyamik) ফল। এরপর কিছু সপ্তাহ পর অবশ্য প্রকাশ পাবে উচ্চমাধ্যমিকের ফলও। তবে মাধ্যমিক হোক কিংবা উচ্চমাধ্যমিক জীবনের সবচেয়ে বড় দুই পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কেউ কলেজ আবার কেউ বড় স্কুলে ভর্তি হবেন জীবনের একটি লক্ষ্য নিয়ে। তবে যারা একটু গরীব ফ্যামিলি কিংবা যারা একটু পড়াশুনায় ভালো এমন ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাবার জন্য আর্থিক সাহায্য হিসেবে প্রায়শই স্কলারশিপ (scholarship) পেয়ে থাকে। যা দিয়ে তাদের পড়াশুনার খরচ অনেক অংশেই উঠে যায়।

আজ তেমনি ৫ টি স্কলারশিপ প্রোগ্রামের (scholarship program) নাম জানাতে চলেছি আপনাদের। যাতে আবেদন করলে একজন ছাত্র বা ছাত্রীরা সারা জীবনের পড়াশোনার খরচ উঠে যাবে।

সেরা ৫টি স্কলারশিপ:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) জি.পি বিড়লা স্কলারশিপ: দেশের জনপ্রিয় একটি স্কলারশিপের নাম হচ্ছে “জি.পি বিড়লা স্কলারশিপ”। এই স্কলারশিপে পড়ুয়াদের ৫০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে নূন্যতম 80 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এবং পরিবারের বার্ষিক আয় হতে হবে ৪ লক্ষ টাকারও কম। জি.পি বিড়লা স্কলারশিপ অনলাইনে আবেদন করা যায়।

২) টাটা স্কলারশিপ: মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকলেই মিলবে এই স্কলারশিপ। এখানে একজন পড়ুয়াকে অ্যাকাডেমিক ইয়ারে সর্বোচ্চ ৯,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। টাটা স্কলারশিপও অনলাইনে আবেদন করা যায়।

Scholarship

৩) সীতারাম জিন্দাল স্কলারশিপ: পড়ুয়াদের পড়াশোনার খরচ বাবদ সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা অবধি মাসিক অনুদান দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে। উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকলেই একজন পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারে। যদিও বিভিন্ন ক্যাটাগরী অনুযায়ী ‘সীতারাম জিন্দাল স্কলারশিপে’ আবেদন করার জন্য নম্বরের ভাগ রয়েছে।

৪) ঐক্যশ্রী স্কলারশিপ: এই স্কলারশিপে পড়ুয়াদের ১১০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়ে থাকে। যদিও এই স্কলারশিপে কাস্ট অনুযায়ী যোগ্যতা এবং নম্বরের ভাগ রয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপেও অনলাইনে আবেদন করা যায়।

৫) নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপ: এই স্কলারশিপে আবেদন করতে হলে একাদশ শ্রেণীতে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন লেভেলের ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যদিও এক্ষেত্রে নম্বরের পার্থক্য থাকবে। এই স্কলারশিপে আবেদন করলেই মিলবে ১০ হাজার টাকা।

আপনার জন্য
WhatsApp Logo