Wednesday, October 9, 2024

রাতারাতি বদলে গেল ব্যাংকে টাকা রাখার নিয়ম! এবার থেকে নতুন নিয়মে টাকা রাখতে হবে ব্যাংকে। RBI

বেশ কয়েক বছর আগে পর্যন্ত বেশিরভাগ মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট (bank account) ছিল না। কিন্তু এখন যেহেতু বেশিরভাগ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ব্যাংক একাউন্ট প্রয়োজন হয়,সেই কারণে এখন ছোটো-বড়োপ্রায় সকলেরই ব্যাংক একাউন্ট রয়েছে। ব্যাংক একাউন্ট থাকলে যেমন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়,ঠিক সেরকমই ব্যাঙ্কে নিজের সঞ্চিত অর্থ জমা রেখে অনেক লাভও পাওয়া যায়।। ব্যাঙ্কে টাকা রাখলে যেমন টাকা সুরক্ষিত থাকে, ঠিক তেমনই সঞ্চিত অর্থে প্রচুর সুদ পাওয়া যায় বলে অনেক গ্রাহক এতে প্রচুর লাভবান হয়ে থাকেন। কিন্তু ব্যাঙ্কে টাকা রাখার বিষয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বড় নিয়মের পরিবর্তন করেছে। যদি আপনি ব্যাংকের টাকা রেখে থাকেন তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়মটি সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত।

ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে একটি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হয় এবং সেটা হচ্ছে- আমাদের এক খাতায় ন্যূনতম একটা ব্যালেন্স রাখতে হয়। কিন্তু এই নূন্যতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে অনেকেই সেটা মেন্টেন (account maintain) করতে পারেন না। ফলে তাদের একাউন্টে কোনো টাকা না থাকায় তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় অথবা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। ফলে যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয়, তাদের বিরাট সমস্যায় পড়তে হয়।

Bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গ্রাহকদের যাতে এই সমস্যা না হয়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন নিয়ম জারি করেছে। সেই নতুন নিয়মটি হল- এখন থেকে কোনো গ্রাহক যদি তার অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখতে পারেন, তাহলেও ব্যাঙ্ক তার অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে না। আর নাতো তার অ্যাকাউন্ট থেকে কোনো ফাইন কাটতে পারবে।। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়ম জারি করার ফলে স্বাভাবিক ভাবেই বহু সংখ্যক গ্রাহকের সুবিধা হবে। সেইসঙ্গে অনেক গ্রাহক খাতা বন্ধ হওয়ার হাত থেকেও রেহাই পাবেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) এই নতুন নিয়ম জারি করার পরেও যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স না থাকার কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বা আপনার থেকে কোনো চার্জ (charge) কেটে নেয়,তাহলে আপনি সেই ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo