পশ্চিমবঙ্গ তথা পুরো দেশ ব্যাপি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রইলো একটি খুশির খবর। সম্প্রতি রিলায়েন্স জিও (reliance Jio) ঘোষণা করছে মেধাবী ছাত্র-ছাত্রীদের একটি মোটা অংকের স্কলারশিপ দেওয়ার। যেই স্কলারশিপে আবেদন করলেই ব্যাংক একাউন্টে সরাসরি ঢুকবে টাকা। তাই আপনি যদি Jio-র এই স্কলারশিপের টাকা পেতে চান তাহলে শেষ অব্দি পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
রিলায়েন্স জিও স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের বার্ষিক ৩০ হাজার টাকা দেয়া হবে। মেডিকেল লাইনে পড়ুয়াদের এই টাকা দেয়া হবে বলে জানা গেছে।এছাড়াও ইঞ্জিনিয়ার লাইনে পড়ুয়াদের ৫ হাজার টাকা দেয়া হবে, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট, বায়োটেক সহ মিডিয়া লাইনে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ৩ হাজার টাকা এবং কৃষিদফতরের পড়ুয়াদের জন্য ১১ হাজার ৫০০ টাকার দেয়া হবে reliance Jio-র স্কলারশিপের মাধ্যমে। এবার চলুন যেনে নেই কিভাবে আপনি আবেদন করবেন reliance jio-র এই স্কলারশিপে।
আবেদন করুন এভাবে:
রিলায়েন্স জিওর এই স্কলারশিপের আবেদন করার জন্য আপনাকে প্রথমে www.jio.com এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সার্চ অপশনে ক্লিক করে সেখানে লিখতে হবে scholarship কথাটি। এরপর আপনার সামনে DAS Reliance Foundation নামে একটি নতুন অপশন আসবে, সেই অপশনে ক্লিক করে প্রথমে আপনাকে login বা নতুন হলে register করে নিতে হবে। তারপর স্কলারশিপে আবেদনের ফর্মটি খুলে যাবে আপনার সামনে। ফর্মে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে এরপর তা জমা দিতে হবে।
কি কি কাগজপত্র লাগবে?
রিলায়েন্স জিওর এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন হবে আপনার বয়সের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট (birth certificate), লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (HS), প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, লাগবে পাসপোর্ট সাইজের (passport size) ছবি এবং জাতীয় সংশয়ের পরিচয় পত্র। এছাড়াও আরো অন্যান্য কাগজপত্র লাগতে পারে যা কিনা আবেদন করার সময় দেখা যাবে।