Saturday, July 27, 2024

আবেদন করলেই উঠে আসবে পড়াশোনার পুরো খরচ, পড়ুয়াদের মোটা অংকের স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা

উচ্চমাধ্যমিক পরিক্ষায় যারা ভালো ফল করে, তাদের হাতে সুযোগ থাকে স্বামী বিবেকানন্দ বা উওরকন্যা স্কলার শিপে আবেদন করার। কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর তুলতে ব্যর্থ হয়, তারা এই উভয় প্রকার স্কলারশিপ থেকেই বঞ্চিত হয়। কিন্তু রাজ্যের এই দুটি সরকারি স্কলারশিপ ছাড়াও এমন একটি বেসরকারি স্কলারশিপ রয়েছে, যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র ৪৫ শতাংশ নম্বর পেলেও আবেদন করা যাবে। এই বেসরকারি স্কলারশিপের মাধ্যমেও ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ২৪ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।

৪৫% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের ২৪,০০০ টাকা দেওয়া এই স্কলারশিপের নাম হলো প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ (Priyamvada Birla Scholarship)। এটি একটি বেসরকারি স্কলারশিপ। রাজ্যের মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয়, তার জন্যেই এই স্কলারশিপ।। রাজ্যে যেসব সরকারি স্কলারশিপ রয়েছে, সেগুলোর জন্য আবেদন করতে গেলে পরিক্ষায় ভালো নম্বর পেতে হয়। কিন্তু শুধুমাত্র ৪৫% নম্বর পেলেও প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপে আবেদন করা যাবে।। উচ্চমাধ্যমিক পাস করা যেকোনো বিভাগের ( বিজ্ঞান, কলা, বানিজ্য) ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন-

Students

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) ছাত্র বা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষের নীচে হতে হবে।

) উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

) উচ্চমাধ্যমিকে অন্তত ৪৫% নম্বর পেতে হবে।

) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

) আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ বছরের নীচে হতে হবে।।

অনলাইন আবেদন পদ্ধতি:

৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা রাজ্যের যেকোনো ছাত্র-ছাত্রী প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করতে পারবে। এর জন্য সবার প্রথমে www.southpoint.edu.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর-

১) সবার প্রথমেই নিজের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে হবে।

২) এরপর দ্বিতীয় ধাপে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এপ্লিকেশন লিঙ্কে ক্লিক করার পর যে আবেদন ফর্ম আসবে, সেখানে যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।

৪) এরপর প্রয়োজনীয় সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

৫) এইভাবে নিজের অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে।

৬) আবেদন জমা করার পর যদি আবেদন মঞ্জুর করা, তাহলে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।।

 

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র: 

প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নথিপত্র থাকা প্রয়োজন। যেমন-

) প্রথমত স্কলারশিপ আবেদন করার জন্য ছাত্র বা ছাত্রীর আধার কার্ড থাকা প্রয়োজন।

) একটি ব্যাংক একাউন্ট থাকা প্রয়োজন

) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট

) দ্বাদশ শ্রেণির মার্কশিট

) দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ।

Students

যদি এই সমস্ত নথিপত্র থাকে এবং উচ্চ মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকে, তাহলে রাজ্যের যেকোনো ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন শুরু হবে আগস্ট মাসে এবং আবেদন শেষ হবে সেপ্টেম্বর মাসে।

আপনার জন্য
WhatsApp Logo