Wednesday, September 18, 2024

LPG থেকে শুরু করে একাধিক জিনিসের দাম পরিবর্তন! ১জুন থেকে হবে নতুন নিয়ম লাগু! চাপ বাড়বে জনগনের

আর কদিন বাদেই শুরু হচ্ছে জুন মাস। তবে জুনে পা দিতে না দিতেই উঠে এলো এক উদ্বেগ জনক খবর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ জুন থেকে পরিবর্তন হতে চলেছে দেশের বেশ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে LPG গ্যাস সিলিন্ডারও, জুন থেকেই নাকি শুরু হবে নতুন নিয়ম! যার জেরে কপালে গভীর ভাঁজ পড়তে চলেছে জনগনের।

কোন কোন জিনিসের দাম পরিবর্তন হবে জেনে নিন:  

১) গ্যাস সিলিন্ডার: প্রথমেই রয়েছে LPG গ্যাস সিলিন্ডারের নাম। আপনাদের জানিয়ে রাখি যে, ২০২৩ সালের মার্চ মাসে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল, যারা জেরে কপালে ভাঁজ পড়ছিল মধ্যবিত্ত পরিবার গুলোর। তাই এবারও জুন মাসে সম্ভাবনা রয়েছে LPG গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হবার। জানিয়ে রাখি যে, এই মুহূর্তে দেশে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১,১০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) CNG-PNG-র দাম: CNG-PNG-র দাম বাড়তে চলেছে ১ জুন থেকে। আর এই সম্ভাবনা প্রবল। কারণ গত এপ্রিল মাসে CNG-PNG-র দাম কমে গিয়েছিল কিন্তু এরপর আর দামে পরিবর্তন হয়নি। সম্ভবনা রয়েছে যে, এই দুই জ্বালানির দাম ১ জুন থেকে ফের কমবে নয়তোবা বাড়বে।

Rupee

৩) দু’চাকার বৈদ্যুতিক গাড়ির: আপনার জন্য একটি খারাপ খবর। আপনি যদি ভেবে থাকেন যে সামনের মাসে বৈদ্যুতিক গাড়ি বা electric car কিনবেন তাহলে এর দাম ১ জুন থেকে বাড়তে চলেছে। গত ২১ মে শিল্প মন্ত্রকের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ১ জুন থেকে বৈদ্যুতিক গাড়ির দাম ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বৃদ্ধি পাবে।

আপনার জন্য
WhatsApp Logo