Wednesday, October 9, 2024

রান্নার গ্যাসের ডিলার হয়ে প্রতিমাসে ইনকাম করুন মোটা টাকা, জানুন আবেদনের পদ্ধতি

আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রান্নার গ্যাস (LPG Gas) রয়েছে, আজ থেকে প্রায় ৫-১০ বছর আগে যেমন অধিকাংশ মানুষ কাঠের উনুনে রান্না করতো এখন প্রায় সবাই রান্নার গ্যাসে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এমতাবস্থায় যদি রান্নার গ্যাস সিলিন্ডারের ডিলার (LPG Gas Dealership) হওয়া যায় তাহলে সেখান থেকে প্রতিমাসে ইনকাম করা যায় মোটা টাকা। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো কিভাবে আপনি একজন রান্নার গ্যাসের ডিলার হয়ে উঠবেন। এবং মাস গেলে সেখান থেকে উপার্জন করবেন প্রচুর পরিমাণে টাকা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সরকারের একটি বড় গ্যাস এজেন্সি ডিলারশিপ অর্ডার করছে। এই ডিলারশিপ পেতে হলে আপনাকে ন্যূনতম মাধ্যমিক (Madyamik) পাশ হতে হবে। এবং আপনার বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে, আর তাহলেই আপনি LPG Gas Dealership পেয়ে যাবেন। দেশের সবচেয়ে বড় গ্যাস এজেন্সি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দিচ্ছে এই Gas Dealership পাশাপাশি ভারত পেট্রোলিয়াম ভারত গ্যাস এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকেও এই ডিলারশিপ দেয়া হচ্ছে। মূলত এই ডিলারশিপ ৪ টি ক্যাটাগরীতে দেয়া হয়, তাই আপনি যদি গ্ৰাম, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলেরও বসবাস করে থাকেন তাহলেও আপনি LPG Gas Dealership পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

LPG gas cylinder

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Gas Dealership পেতে আবেদন করুন অনলাইনে:

LPG Gas Dealership পেতে হলে আপনাকে https://www.lpgvitarakchayan.in/ এই ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে এবং সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় সব নথিপত্র। এরপর আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে।ইন্টারভিউতে পাশ করলে তারপর আপনাকে গ্যাস এজেন্সির ডিলারশিপ দেয়া হবে। তবে মনে রাখবেন একটি গ্যাস এজেন্সি অর্থাৎ Gas Dealership পেতে হলে আপনার মোট খরচ হবে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা।

আপনার জন্য
WhatsApp Logo