সাপ্তাহে মাত্র ৫ ঘন্টা কাজ করে আয় করুন ৮৪ হাজার টাকা, বেকারদের আয়ের দুর্দান্ত সু্যোগ দিচ্ছে LIC

ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থার নাম হচ্ছে LIC, এটি ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থা হাওয়ার দরুন প্রায় প্রতিটা মানুষেরই হয়তো এখানে বিমা বা কোন না কোন পলিসি কেনা আছে। এবার এই LIC-ই নিয়ে এলো আয়ের দুর্দান্ত সু্যোগ। এবার আপনি LIC-র সাথে কাজ করে মাসে ইনকাম করতে পারবেন ৮৪ হাজার টাকা। সাপ্তাহে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে মাসে ৮৪ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে LIC, তাই আপনি যদি একজন বেকার হয়ে থাকেন তাহলে LIC তে কাজের জন্য যোগদান করতে পারেন, জানুন পদ্ধতি।

আমরা আপনাকে LIC-র যেই কাজের কথাটি বলছি সেটা হচ্ছে LIC-র বিমা এজেন্ট। এখানে আপনি কাজ করতে পারেন। এটি একটি পার্ট টাইম এবং ফুল টাইম জব (job), তাই এখানে আয়ের কোন সিমা নেই। আপনি যদি LIC-র বিমা এজেন্ট হিসেবে কাজ শুরু করেন তাহলে আপনি একটি বিমা বিক্রি করলে সেই বিমার উপরে ভালো কমিশন পাবেন। যারা LIC-র বিমা এজেন্টে হিসেবে কাজ করেন তারা একটি বিমা বা পলিসি বিক্রি করতে পরলেই সেখান থেকে ৩৫% কমিশন পান। এছাড়াও আপনি যেই ব্যক্তিকে পলিসি বিক্রি করবেন তিনি প্রতিমাসে প্রিমিয়ার ভরতে থাকলে সেখান থেকেও আপনি বেশ ভালো টাকা কমিশন পাবেন। আর এভাবেই প্রতিমাসে ইনকাম করতে পারবেন ৮৪ হাজার টাকা। তাই আপনি যদি LIC-র একজন বিমা এজেন্ট হতে চান তাহলে জেনে নিন এর যোগ্যতা,

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC

শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলেই LIC-র বিমা এজেন্ট হয়ে মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন আপনি। আপনাদের জানিয়ে দেই যে, আপনি শুধুমাত্র পার্ট টাইম হিসেবেও LIC-র বিমা এজেন্টের কাজ পারবেন। LIC-র বিমা এজেন্টের জব পেতে হলে আপনাকে নথি হিসাবে 4টি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণ, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, প্যান কার্ড এবং আধার কার্ডের প্রয়োজন হবে।

কিভাবে আবেদন করবেন?

গুগলে LIC policy agent job লিখে সার্চ করলে আপনার সামনে ভ্যাকেন্সি চলে আসবে। তবে জব নিতে গিয়ে কোনরকম কোন প্রতারণার শিকার হবেন না যেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment