Thursday, October 10, 2024

রেশন কার্ড থাকলেও ৩০ জুনের পর মিলবে না আর বিনামূল্যে খাদ্য সামগ্রী! কারণটা আমার-আপনার সবার জানা

বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন দেশের কোটি দরিদ্র মানুষ। তেমনি পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রমী নয়। তবে এবারে শোনা যাচ্ছে যে, ৩০ জুনের পর নাকি আর রেশনে মাল দেয়া হবে না, এমনকি রেশন কার্ড থাকলেও ৩০ জুনের পর বিনামূল্যে রেশন দেয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। কারণ সম্পর্কে বলা হয়েছে যে, এর কারণটা নাকি সবারই জানা। আসুন তাহলে জেনে নিন কোন কারণে ৩০ জুনের পর বিনামূল্যে রেশন দেয়া বন্ধ করতে চলেছে রাজ্য সরকার।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার অনেক আগে থেকেই বলে আসছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড (Addhar Card) লিঙ্ক করতে হবে। মূলত কেন্দ্রের তরফ থেকে এই রেশন-আধার লিঙ্কের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু বহু মানুষ এখনও কিনা তাদের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করাননি। এই কারণে ১ জুলাই থেকে রেশনে মাল দেয়া বন্ধ হয়ে যাবে। কেন্দ্রের তরফে থেকে জানানো হয়েছে যে, সাধারণ ভুয়ো রেশন কার্ড সনাক্ত করতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোটা জরুরি। যারা ৩০ জুনের মধ্যে রেশন কার্ড-আধার কার্ড লিঙ্ক করবেন না তারা আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না।

অনেকেই আছেন যারা কিনা রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আগেই করিয়ে নিয়েছিলেন। কিন্তু আদৌও কি তাদের কাজটি সম্পুর্ন হয়েছে? এমন অনেকেই আছেন যারা রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়েছিলেন, কিন্তু পরে টেকনিক্যাল সমস্যার জন্য দেখা গিয়েছিল যে রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক হয়নি তাদের। তাই এখুনি দেখে নিন আপনার রেশন কার্ড-আধার কার্ড লিঙ্ক আছে কিনা না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration card

এভাবে চেক করুন রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক:

) রেশন কার্ড-আধার কার্ড লিঙ্ক আছে কিনা এটা জানার জন্য আপনাকে প্রথমে food.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এটি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট।

) এরপর আপনাকে Reaction card লেখা অপশনে ক্লিক করে check the status of your ration card অপশনে ক্লিক করে দিতে হবে।

) এবার রেশন কার্ডের নম্বর বসিয়ে কার্ডের ক্যাটাগিরি সিলেক্ট করে capture code ফিলাপ করে search অপশনে ক্লিক করে দিতে হবে।

৪) এবার যদি দেখেন Ration card এর স্ট্যাটাস Active দেখাচ্ছে তাহলে কোন সমস্যা নেই। যদি লেখা দেখায় deactivate তাহলে বুঝতে হবে রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক হয়নি। তবে সমস্যা নেই, ৩০ জুনের আগে রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নিলে আপনি বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন না। তবে জানিয়ে রাখি যে, রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে আবারো খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in যেতে হবে। এবং পরবর্তীতে ধাপসমূহ গুলো অনুসরণ করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo