Saturday, July 27, 2024

প্যান কার্ডের পুরনো ছবি ভাল্লাগছে না? যখন খুশি বদলে ফেলুন এভাবে, তাও আবার ঘরে বসে

প্যান কার্ড তৈরি করার সময় আমরা যেই ছবিটা দিয়ে থাকি,একসময় আমাদের সেই ছবিটা আর পছন্দ হয় না। মনে হয় এর থেকে ভালো ছবি দিলেই আমাদের ভালো হতো। একই সঙ্গে প্যান কার্ড তৈরি করার সময় আমরা তাড়াহুড়ো করে যে সিগনেচার (signature) দিয়ে ফেলি, সেটাও একসময় আমাদের ঠিক মনে হয় না।। প্যান কার্ডের অপরিষ্কার ছবি, অপরিচ্ছন্ন সিগনেচার পাল্টাতে চান এমন লোকের অনেক। কিন্তু প্যান কার্ডের ছবি এবং সিগনেচার কীকরে পাল্টাতে হয় বা আদতেও পাল্টানো যায় কিনা, এই সম্পর্কে সঠিক তথ্য খুব কম লোকেরই জানা আছে। এই প্রতিবেদনে আপনাদের সেটাই জানাবো যে, আদতেও প্যান কার্ডের ছবি এবং সিগনেচার পাল্টানো যায় কি না, আর গেলেও কীকরে তা করতে পারবেন।।

যদি বলা হয় যে প্যান কার্ডের ছবি এবং সিগনেচার পাল্টানো যায় কি না? তো উওর হবে হ্যাঁ যায়। প্যান কার্ডের অপরিষ্কার ছবি এবং অপরিচ্ছন্ন সিগনেচার পাল্টানোর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়ি থেকেই এই কাজ করতে পারবেন। অনলাইন শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যেই এই কাজ করা যাবে।। Protean eGov Technologies– এই ওয়েবসাইটের মাধ্যমেই প্যান কার্ডের ছবি এবং সিগনেচার পাল্টানোর কাজ করা হয়ে থাকে। এই কাজ করার জন্য আপনাকে যা যা করতে হবে, তা হলো-

) প্রথমে আপনাকে Protean eGov Technologies লিখে Online PAN application পেজ ওপেন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) Online PAN application– এ ক্লিক করলে আপনি কারেকশন ইন প্যান ডেটা অপশন দেখতে পাবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

) কারেকশন ইন প্যান ডেটা অপশন ক্লিক করার পর আপনার কাছে যেসব তথ্য চাওয়া হবে, সেসব দিয়ে এগিয়ে যেতে হবে।

৪) এরপর আপনার সামনে দুটো অপশন আসবে। যদি শুধুমাত্র ফটো চেঞ্জ করতে হয় তাহলে ফটো মিস ম্যাচে ক্লিক করতে হবে। একইভাবে সিগনেচার চেঞ্জ করার জন্যেও সিগনেচার মিস ম্যাচে ক্লিক করতে হবে। আর যদি দুটোই বদলাতে হয় তো দুটো অপশনে একসঙ্গে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

) এরপর আবারও আপনার প্যান ডিটেইলস দিতে হবে। সঙ্গে আপনার কিছু নথিপত্র চাওয়া হবে। সেগুলো দেওয়ার পর আপনি নতুন ফটো ও সিগনেচার যোগ করতে পারবেন।

) এসব দেওয়ার পর আপনার কাছে কিছু প্রক্রিয়াকরণ মূল্য চাওয়া হবে। সেটা দিলেই আপনার আবেদন জমা হয়ে যাবে।

PAN card

৭) সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার ইমেল আইডিতে একটি ইমেইল আসবে এবং আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। আপনার কাজ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই ইমেইল (Email) করে জানিয়ে দেওয়া হবে।

) আপনার প্যান কার্ডের ফটো এবং সিগনেচার চেঞ্জ হয়ে গেলে নতুন প্যান কার্ড আপনি পোস্ট অফিস (Post office) থেকে পেয়ে যাবেন।।

আপনার জন্য
WhatsApp Logo