প্রধানমন্ত্রী জনধন যোজনা: দেশের অধিক সংখ্যক জনগণ যাতে কোনো ঝামেলা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট (Bank account) খুলতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সরকারি যোজনার লাভ নিতে পারেন,সেই উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ২০১৪ সালের ২৮ শে আগস্ট প্রধানমন্ত্রী জন-ধন যোজনা শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী জন-ধন যোজনার মাধ্যমে ১০ বছরের উর্ধ্বে যেকোনো ভারতীয় নাগরিক কোনো ঝামেলা ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বিভিন্ন সরকারি যোজনার সুবিধা নিতে পারেন।
প্রধানমন্ত্রী জন-ধন যোজনা অ্যাকাউন্টের সুবিধা:
প্রধানমন্ত্রী জন-ধন যোজনা অ্যাকাউন্টের একাধিক সুবিধা রয়েছে। সেই সমস্ত সুবিধাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা হল-
১) প্রথমতঃ জনধন অ্যকাউন্ট খুললে আপনার খাতার জন্য কোনো টাকা পয়সা লাগবে না।
২) দ্বিতীয়তঃ অন্যান্য অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টেও আপনি জমা টাকার উপর ভালো পরিমাণ সুদ পাবেন।
৩) তৃতীয়তঃ জন-ধন অ্যাকাউন্ট থেকে আপনি যে এটিএম কার্ড পাবেন, সেটা আপনি যেকোনো এটিএম মেশিনে (ATM machine) ব্যবহার করতে পারবেন।
৪) চতুর্থতঃ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো-প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত দূর্ঘটনা বীমা পেতে পারেন।। এছাড়াও জন-ধন অ্যাকাউন্টে আরও নানা ধরনের সুবিধা রয়েছে।।
কিভাবে জনধন অ্যাকাউন্ট খুলবেন?
আপনি দুইভাবে জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রথমত- আপনি নিজে কোনো ব্যাঙ্কে গিয়ে সরাসরি জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা, যদি আপনি ব্যাঙ্কে না যেতে চান তাহলে আপনি বাড়িতে বসে অনলাইনে জনধন অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও অফলাইনে জনধন অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হলে আপনি যেকোনো ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা ব্যবসায়িক সংবাদদাতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রামাঞ্চলে বেশিরভাগ জন-ধন অ্যাকাউন্ট তাদের মাধ্যমেই খোলা হয়।
জনধন অ্যাকাউন্টের জন্য অনলাইন আবেদন:
বাড়িতে বসে জনধন অ্যাকাউন্টের জন্য অনলাইন আবেদন করতে হলে, সবার প্রথমে আপনাকে গুগলে “pmjdy online apply” টাইপ করতে হবে। এটা লিখে সার্চ করলে সবার প্রথমে আপনার সামনে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (https://pmjdy.gov.in) আসবে। তার নিচের দিকে আপনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক, যেমন ব্যাঙ্ক অফ বরোদা,ইউনিয়ন ব্যাংক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। আপনি যেই ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খুলতে চান, সেই ব্যাঙ্কের ওয়েবসাইটে ক্লিক করুন।
এরপর ওয়েবসাইটে ক্লিক করলে আপনি জনধন অ্যাকাউন্টের জন্য আবেদনের অনলাইন ফম পেয়ে যাবেন। সেই অনলাইন ফর্মে আপনার নাম, ইমেল আইডি, অ্যাড্রেস, ফোন নম্বর, PMJDY অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ এইসব সিলেক্ট করে সাবমিট করতে হবে। এইসব সাবমিট করলেই জনধন অ্যাকাউন্টের জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ হবে। এইভাবে অনলাইন আবেদন করার পর আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করেছিলেন,সেই ব্রাঞ্চ থেকে আপনাকে কল করে নেওয়া হবে। এবং তারপর অ্যাকাউন্টের বাকি কাজ সম্পন্ন করা হবে।।