Wednesday, November 13, 2024

একবারে কতো গুলো ২০০০ টাকার নোট জমা করা যাবে ব্যাংকে? RBI এর এই নিয়ম জেনে নিন

ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তথা RBI এখন থেকে আর ২০০০ টাকার নতুন নোট ইস্যু করবে না। তাই বর্তমান বাজারে চলতি ২০০০ টাকার নোট গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে ব্যাংকে গিয়ে জমা বা পাল্টে নিয়ে আসতে হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত কাল হঠাৎ করেই ২০০০ টাকার নতুন নোট ব্যান করে দেবার ঘটনা সমানে আসে। RBI জানায় যে, বাজারে চলতি ২০০০ টাকার নোট ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। এই তারিখের মধ্যে যাদের কাছে ২০০০ টাকার নোট আছে তারা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর আগ পর্যন্ত নোট জমা বা বদলানোর সুযোগ পাবেন ব্যাংক থেকে। এরপরেই নোট গুলা পুরোপুরি অচল বলে ধরা হবে।

এখন প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি কতগুলো ২০০০ টাকার নোট ব্যাংকে গিয়ে বদলাতে পারবেন? চলুন যেনে নেই এই বিষয়ে RBI কি জানিয়েছেন।

2000 Rupee notes

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI জানায় যে সাধারণ মানুষের এতে কোন ভয় পাবার কারণ নেই। কারণ ২০১৬ সালের মতো এটি নোট বন্দীর মতো ঘটনা নয়। মানুষ ৪ মাস হাতে সময় পাবেন ২০০০ টাকার নোট তাদের ব্যাংক একাউন্টে জমা করার, অথবা কেউ চাইলে ২০০০ টাকার নোট বদলে নতুন নোট নিয়ে আসতে পারবেন। RBI জানিয়েছে যে, একজন মানুষ একেবারে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত নোট বদলাতে পারবেন। অর্থাৎ একবারে কেবল ২০০০ টাকার ১০ টি নোট ব্যাংকে গিয়ে বদলানো যাবে। RBI একটি সার্কুলার জারি করে জানান যে মানুষের কাছে যথেষ্ট সময় আসে নোট বদল করার এছাড়াও ১৯টি আঞ্চলিক অফিসেও ২০০০ টাকার নোট বদলানো যাবে।

আপনার জন্য
WhatsApp Logo