ব্যাংকে দাবিহীন অবস্থায় পড়ে আছে ৩৫ কোটি টাকা। যেই টাকার উত্তরাধিকারদের খুঁজে পাওয়া যাচ্ছে না কোন ভাবেই। সরকার বিভিন্ন ভাবে এই দাবিহীন ৩৫ কোটি টাকার উত্তরাধিকারদের খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোন ফল মিলছে না, তাই সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে এই দাবিহীন ৩৫ কোটি টাকার একটি ব্যাবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০০ দিনের মধ্যে এই টাকার একটি ব্যাবস্থা করা হবে বলে জানা গেছে। এই টাকা ১০০ দিনের মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বিতরন করা হতে পারে।
দেশের বিভিন্ন ব্যাংকে একাউন্টে মূলত দাবিহীন অবস্থায় পড়ে আছে এই ৩৫ কোটি টাকার বিশাল পাহাড়। সরকারি ব্যাংক গুলোর সেভিংস অ্যাকাউন্ট এবং এফবিতে (FD) পড়ে রয়েছে এই টাকা। যার কোন দাবিদার নেই। যদিও সরকার এই সমস্ত একাউন্ট গুলোর দাবিদার খোঁজার চেষ্টা করছে। কিন্তু কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না। RBI- এর নিয়ম অনুযায়ী, যে সকল ব্যাংক একাউন্ট গুলো ১০০ বছর ধরে কোন লেনদেন হয়না মূলত এসব একাউন্ট গুলোকে দাবিহীন হিসেবে ধরা হয়। আর এই দাবিহীন অবস্থায় পড়ে থাকা বিশাল টাকার পাহাড়কে কি করা হবে তা সিদ্ধান্ত নেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitaraman)। সম্ভবত ১ জুনের মধ্যে চুরান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
এই মুহূর্তে দাবিহীন ঐ ৩৫ কোটি টাকা ব্যাঙ্ক গ্রাহক স্বশিক্ষাকরণ ও সচেতনতা ফান্ডে জমা রাখা আছে। রিজার্ভ ব্যাংক চেষ্টা করেছে এই অর্থ উত্তরসূরিদের হাতে তুলে দেওয়ার। তবে এটা এতো সহজ কাজ নয় কারণ দেশে এই মুহূর্তে দাবিহীন ব্যাংক একাউন্টের সংখ্যা ১০ কোটি ২৪ লক্ষ। যদি এই অর্থ উত্তরসূরিদের হাতে তুলে দেয়া না যায় তাহলে এই অর্থ সেটেল করা হবে।