Wednesday, November 13, 2024

BSNL-এর এই প্ল্যান মাত্র ২২ টাকায় চালু রাখতে দেবে সিম! চিন্তা ছাড়াই ফোন চলবে ৯০ দিন

ভারতের একটি সরকারি টেলিকম সংস্থার নাম হচ্ছে BSNL, কিন্তু বর্তমানে কয়েকটি বেসরকারী টেলিকম সংস্থার কারণে BSNL- এর গ্রাহক সংখ্যা প্রায় নেই বললেই চলে। কিন্তু ধীরে ধীরে BSNL তার গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে। তাই তো বর্তমান টেলিকম সংস্থার গুলোর সাথে টেক্কা দিতে BSNL চালু করলো একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান (recharge plan)। যেখানে মাত্র ২২ টাকা রিচার্জ করলে সিম চালু থাকবে ৯০ দিন অর্থাৎ ৩ মাস।

বর্তমানে সিম কোম্পানি গুলোর সাথে টেক্কা দিতে BSNL- এর এই ২২ টাকার রিচার্জ প্ল্যান। যেখানে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের মতো কোম্পানিগুলোর সিম চালু রাখতে হলে সর্বনিম্ন ১০০ টাকা উপরে আপনাকে রিচার্জ করতে হয় সেখানে ভারত সরকারের এই টেলিকম সংস্থা মাত্র ২২ টাকা গ্রাহকদের দিচ্ছে ৯০ দিন সিম চালু রাখার সুবিধা। এই রিচার্জ প্ল্যানে আপনি ৩ মাসের বৈধতা সহ প্রতি মিনিট ৩০ পয়সায় লোকাল এবং STD ভয়েস কলিং এর সুবিধা পাবেন। পাবেন ইন্টারনেট (internet) ব্যবহারের সুবিধাও।

BSNL

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাই আপনার কাছে যদি একটি কিপ্যাড মোবাইল (keypad mobile) থেকে থাকে তাহলে BSNL এর এই ২২ টাকার রিচার্জ প্ল্যানটি আপনার জন্য লাভজনক হতে পারে হতে পারে। বর্তমানে BSNL- এর নেটওয়ার্ক বেশ ভালো। তবে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারের কথা দিলে ২২ টাকায় মোবাইল রিচার্জ করিয়ে ৩ মাসের বৈধতা সহ ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারবেন ভারতের যে কোন জায়গায়। এমনকি অন্যান্য সিম কম্পানি গুলোর মতো আউটগোয়িং এবং ইনকামিং বন্ধ হয়ে যাবে না।

আপনার জন্য
WhatsApp Logo