করোনা অতিমারির কারণে সারা বিশ্বের আর্থিক অবস্থার অবনতি হয়েছে বটে, তবে করোনা কিছু শিখিয়েও গিয়েছে মানব জাতিকে। আর তা হলো work from home অর্থাৎ অফিসে না গিয়েও যে বাড়িতে বসে কাজ করা যায় তাই শিখিয়ে গিয়েছে করোনা আমাদের। আর এই work from home করেই এই মুহূর্তে বেশ মোটা টাকা ইনকাম করছেন অনেকে। তাই আজ আমরা এই প্রতিবেদনে তেমনি ৪টি work from home কাজের কথা বলতে চলেছি আপনাদের। যেই কাজ গুলো করে আপনিও পকেট ভর্তি ইনকাম করতে পারবেন মোটা টাকা। আর এই কাজ গুলোর সবচেয়ে ভালো একটি দিক হচ্ছে এখানে আপনিই হবেন আপনার বস (Boss)।
অনলাইনে ৪টি সেরা কাজ:
১) ডাটা এন্ট্রি অপারেটর: এটা তো সবাই জানে যে বর্তমানে ডাটা এন্ট্রি অপারেটরের (Data entry operator) প্রচুর ভ্যাকেন্সি বের হচ্ছে বিভিন্ন খাতে। তবে আপনি অনলাইনেও ঘসে ঘসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারেন। এরজন্য আপনাকে এমন ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যেখানে কিনা ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকেন্সি আছে। এরপর আপনি যেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে জানিয়ে দেই যে, আপনার কাজ যদি কমিশনের ভিত্তিতে হয় তাহলে ডাটা এন্ট্রির কাজ করে প্রচুর টাকা ইনকাম হবে আপনার।
২) ট্রান্সলেটর: বিদেশি কোম্পানি গুলো যখন দেশিও ভাষায় কোন বিজ্ঞাপন দিতে চায় তখন তাদের ট্রান্সলেটরের (translator) প্রয়োজন পড়ে। আর আপনি অনলাইনে এই ট্রান্সলেটরের কাজ করে সেখান থেকে মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোন দুটি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে।
৩) প্রিন্ট অন ডিমান্ড: বর্তমানে এটি একটি জনপ্রিয় কাজ। আপনি হয়তো দেখে থাকবেন যে শার্ট, টি-শার্ট, হুডি, টপ, জুতো, কফি মাগ, ফোন কভার, ব্যাকপ্যাক, এমনকি হ্যাট সহ ইত্যাদি বিভিন্ন জিনিসের উপর প্রিন্ট করে কিছু দেখা থাকে আর একে বলে প্রিন্ট অন ডিমান্ডের ব্যাবসা (print on demand business)। আর আপনি যদি এই ব্যাবসায় একবার নামতে পারেন তাহলে অনলাইনে মাল অর্ডার নিয়ে তা ভেলিভারি দিয়ে মাসে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন।
৪) ইউটিউব: বর্তমানে জিও (jio) কারণে ইন্টারনেট প্রচুর সস্তা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউটিউব (YouTube) থেকে মোট টাকা কামাচ্ছেন বহু মানুষ। আপনার হয়তো যে কোন একটি ট্যালেন্ট থাকতে পারে সেই ট্যালেন্টকে ক্যামেরাবন্দি করে আপলোড করে দিন সোজা ইউটিউবে। বিশ্বাস করুন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। শুধু একটু কষ্ট আর ধৈর্যের প্রয়োজন হবে এক্ষেত্রে।