Saturday, July 27, 2024

লটারি কাটেন কিন্তু বাঁধে না! এই পদ্ধতিতে শুধু ২ বার টিকিট কেটে লটারি বেঁধেছে বহু মানুষের

লটারি (lottery) জেতা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তবে এমন কিছু টেকনিক আছে যা দিয়ে আপনি লটারি কেটে নিজের ভাগ্য বদলাতে পারেন। আপনি হয়তো দেখেছেন যে এমন অনেক মানুষই আছে যারা কিনা দিনের পর দিন লটারি কেটে যান কিন্তু তাদের একবার হলেও লটারি বাঁধে না‌। অন্যদিকে লটারি বাঁধলেও সেই অর্থের পরিমাণ খুবই কম। তাই আজ আমরা আপনাদেরকে লটারি কাটার ৩টি টেকনিকের ব্যাপারে বলবো। যেই ৩ টেকনিক মেনে যদি আপনি লটারি কাটেন তাহলে লটারিতে বড় ধরনের অর্থ বাঁধবে আপনার।

লটারি কাটার ৩ টেকনিক বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে, সাধারণত লটারি কম্পানি গুলো খুবই চালাক হয়ে থাকে। এরা এমন ভাবে লটারিতে নম্বর ছাপায় যে আপনার লটারিতে টাকা বাঁধা যেন দুষ্কর হয়ে দাঁড়ায়। এতে আপনি দিনের পর দিন লটারি কেটে যাবেন আর লাভবান হবে লটারি কম্পানি গুলো। তবে কিছু টেকনিক অবশ্য আছে যা দিয়ে লটারিতে জেতা সম্ভব। আর এই টেকনিক কাজে লাগিয়েই লটারি জিতেছেন অনেকেই। চলুন জেনে নেয়া যাক লটারি কাটার সেই ৩ টেকনিকের ব্যাপারে।

লটারি কাটার ৩ টেকনিক: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) লটারির প্রথম সংখ্যা ১ দিয়ে শুরু হয়া নম্বরের লটারির টিকিট কাটুন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই ১ নম্বর দিয়ে শুরু হওয়া লটারির টিকিট কাটলে জেতার প্রবণতা বেড়ে যায়। আবার অন্য দিকে এই ১ নম্বরের লটারির টিকিট যদি আপনি না পান তাহলে প্রথমের সংখ্যা বিজোড় দেখে লটারির টিকিট কাটুন যেমন, ৩ ৫,৭, ইত্যাদি। কারণ এতে ৬০% সম্ভাবনা রয়েছে আপনার লটারি জেতার।

 

Lottery ) লটারির শেষ পাঁচ নম্বরের তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন ভাবে লটারি কাটুন যাতে, লটারির মধ্যের সংখ্যা যদি ৭ এবং ৯ হয় এবং তাদের শেষ সংখ্যার বিয়োগফল যদি ০ অথবা ১ হয় তাহলে সেই টিকিট কাটুন। বুদ্ধি খাটিয়ে ৭ ও ৯ সংখ্যার শেষে এমন সংখ্যা নিন যাতে তার বিয়োগফল ০ অথবা ১ হয়।

) লটারির শেষ সংখ্যা ০০ দেখে নেবেন না। কারণ এই সংখ্যায় লটারি জেতার প্রবণতা নেই বললেই চলে। এজন্য আপনি প্রতি সপ্তাহের লাকি লটারির শেষ সংখ্যা দেখতে পারেন, দেখবেন কোন লাকি নম্বরের পরে কিন্তু ০০ নেই। বদলে আপনি শেষের সংখ্যা জোড় সংখ্যা দেখে লটারির টিকিট কিনতে পারেন। এতে আপনার জেতার সম্ভাবনা রয়েছে।

Disclaimer: আমরা কখনোই আপনাকে বলবো না যে আপনি লটারি কাটুন। এতে আপনার অর্থ হানি হতে পারে। আপনি হয়ে যেতে পারেন নিঃসঙ্গ।অতীতে এমন বহু ঘটনা দেখা গেছে যে লটারিতে টাকা পাওয়ার বদলে লটারি কেটে সর্বস্বান্ত হয়ে গেছেন বহু মানুষ। তবে যদি লটারি কাটতেই হয় তাহলে নিজ দায়িত্বে লটারি কাটুন।

আপনার জন্য
WhatsApp Logo