Tuesday, October 15, 2024

প্যান কার্ড থাকলেই ১০,০০০ টাকা জরিমানা! জরিমানা এড়াতে সময় থাকতে সারুন এ কাজ

আজকাল প্রতিটা মানুষেরই কাছেই প্যান কার্ড (PAN card) রয়েছে, সে আপনি সরকারকে ট্যাক্স দিন আর না দিন অথবা আপনি ITR ফাইল করুন অথবা না করুন ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী ভারতের প্রত্যেক ব্যক্তির কাছে প্যান কার্ড থাকতেই হবে। আর এই প্যান কার্ড মূলত জারি করা হয়ে থাকে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের তরফ থেকে। কিন্তু সম্প্রতি প্যান কার্ড নিয়ে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্যান-আধার লিঙ্ক এখন অতীত হয়ে গিয়েছে। প্যান-আধার লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। আর এই তারিখের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করালে ১০,০০০ টাকা জরিমানা সাথে বাতিল হবে প্যান কার্ড। কিন্তু এটা ছাড়াও আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলেও কিন্তু আপনাকে এই ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। কিন্তু কেন প্যান কার্ড থাকাটা কি কোন অপরাধের মধ্যে পড়ছে? চলুন যেনে নেই।

আসলে আপনার কাছে যদি একের বদলে ২টি প্যান কার্ড থাকে অর্থাত্ আপনার কাছে যদি একই নামের দুটি ভিন্ন প্যান কার্ড (duplicate PAN card) থেকে থাকে তাকে তাহলে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, আয়কর বিভাগের আইন অনুযায়ী ২৭২বি ধারায় জেলও হতে পারে আপনার। এই বিষয়ে আয়কর দপ্তর থেকে জানানো হয়েছে যে, এমন বহু মানুষ আছেন যারা কিনা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ডুবলিকেট প্যান কার্ড ইস্যু করে থাকেন নিজের নামে। আর এটি একটি অপরাধমূলক কাজ। এর জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। হতে পারে ২ থেকে ৫ বছরের জেল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo