Saturday, July 27, 2024

রাজ্যের নিয়মকে বুড়ো আঙুল কেন্দ্রের, রেশন তোলার নিয়মে এলো বড়সড় পরিবর্তন! না জানলে বিপদ

করোনা অতিমারির পর থেকে রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন দেশের ৮০ কোটি মানুষ। যদিও এমনো অনেক মানুষ আছেন যারা কিনা এই বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে যে, অনেকের কাছে আধার কার্ড (Addhar Card) না থাকার কারণে এই রাজ্যে সহ আরো বিভিন্ন রাজ্যের অনেকেই রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। কারণ আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যে আধার যাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই এর জন্য কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের একটি কড়া বার্তা দিয়েছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৯ মার্চ দিল্লিতে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। সেখানে আলোচনা হয় যে এবার থেকে যাদের আধার কার্ড নেই তাদেরও বিনামূল্যে রেশন দিতে হবে। এবং এর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে রেশন ডিলারদের কড়া বার্তায় জানানো হয়েছে এ কথা। সঞ্জীব চোপড়া জানান যে, বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়া থেকে কেউ যেন বঞ্চিত না হন, এমনকি যাদের রেশন কার্ড নেই তাদেরও রেশন দিতে হবে। সঞ্জীব চোপড়া আরোও বলেন যে, এর আগেও একটি বিজ্ঞপ্তিতে রাজ্যের রেশন ডিলারদের জানানো হয়েছিল এই কথা, যে আধার যাচাইয়ের কাজ না হলেও সবাইকে রেশন দিতে হবে।

Ration card

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গেছে যে, আধার যাচাই করনের কাজ ছাড়াও রেশন দেওয়ার একটি কপি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। এর পরিপ্রেক্ষিতে রেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে তিনি আগেই হস্তক্ষেপ চেয়েছিলাম কেন্দ্রের। কারণ বহু মানুষ আধার যাচাইকরনের কারণে বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। তবে এবারে খাদ্য দপ্তর থেকে এই ব্যাপারে আশ্বাস আমরা পেয়েছি।

আপনার জন্য
WhatsApp Logo