যদি আপনার ছেলে-মেয়ে থেকে থাকে তাহলে আপনার এখন থেকেই তাদের ভবিষ্যতের জন্য প্ল্যানিং শুরু করে দেওয়া উচিত। এখন থেকেই যদি আপনি তাদের জন্য কিছু সেভিংস শুরু করতে পারেন, তাহলে সেই টাকা টা ভবিষ্যতে তারা নিজেদের পড়াশোনার খরচ ছাড়াও অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে। SBI মা-বাবাদের কথা ভেবে বা ছোটো বাচ্চাদের কথা ভেবে নতুন ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করতে চলেছে। এর মাধ্যমে আপনি নিজের যেকোনো বয়সের ছেলে বা মেয়ের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে খাতা খুলতে পারবেন। এবং সেখানে নিজের সামর্থ্য অনুযায়ী টাকা রাখতে পারবেন।। তবে অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় বাচ্চাদের এই একাউন্টে বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-
বাচ্চাদের জন্য কেমন অ্যাকাউন্ট খোলা যাবে?
SBI এবার বাচ্চাদের বয়স অনুযায়ী দুই ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করবে। প্রথমত যাদের বয়স শূন্য থেকে দশের মধ্যে তাদের এক ধরনের অ্যাকাউন্ট। আর যাদের বয়স দশের উর্ধ্বে তাদের আরেক ধরনের অ্যাকাউন্ট। এই দুই ধরনের একাউন্টে আলাদা আলাদা সুবিধা থাকবে। যে সমস্ত শিশুর বয়স শূন্য থেকে দশের মধ্যে থাকবে তাদের পেহেলা কাদাম (Pehla Kadam) নামক অ্যাকাউন্ট খুলতে হবে। যার যাদের বয়স দশের বেশি হবে তাদের পেহেলী উড়ান (Pehli Udaan) নামক খাতা খুলতে হবে।।
কী কী সুবিধা পাওয়া যাবে??
পেহেলা কাদাম (Pehla Kadam);; যদি আপনার শিশুর ভালোবাসা শূন্য থেকে দশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে পেহেলা কাদাম নামক একাউন্টটি খুলতে হবে এই অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি বাচ্চার মা-বাবা চালাতে পারবে। এই একাউন্টে সর্বোচ্চ দৈনিক ২০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এবং সর্বোচ্চ একদিনের ৫০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। তার সাথে এখানে আপনার বাচ্চার নামে ATM কার্ডও আপনাকে দেওয়া হবে। আর যাদের বয়স দশের বেশি হবে তাদের পেহেলী উড়ান নামক খাতা খুলতে হবে।। এই ধরনের অ্যাকাউন্ট যার নামে খোলা হবে সে নিজেই অপারেট করতে পারবে। এই একাউন্টেও দিনে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত লেনদেন এবং সর্বোচ্চ একদিনে ৫০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।।