আজ ১ এপ্রিল ২০২৩, অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। আর নতুন এই আর্থিক বছরে LPG গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে একটি সুখবর বেড়িয়ে আসলো। জানা গেছে, নতুন আর্থিক বছরের প্রথম দিনই, ৯২ টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। এই দাম দিল্লি থেকে পাটনা এবং আহমেদাবাদ থেকে আগরতলা পর্যন্ত LPG সিলিন্ডারের দাম প্রায় ৯২ টাকা কামনা হয়েছে। এবং আজ থেকেই লাগু হচ্ছে সেটি। তাই জেনে নিন আপনার শহরে এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের দাম কমে কতো হলো।
গ্যাস সিলিন্ডারের দাম কমা নিয়ে বলার আগে আপনাদেরকে জানতে চাই যে, শুধুমাত্র বানিজ্য গ্যাস সিলিন্ডারের দাম ৯২ টাকা কমানো হয়েছে। ১৪.২ কেজি ঘরোয়া LPG সিলিন্ডারের দাম কমানো হয়নি। আগে যা দাম ছিল তাই রয়েছে বর্তমানে ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডারের দাম। তবে আপনি যদি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন এটা অত্যন্ত আনন্দদায়ক হতে পারে আপনার জন্য।
আপনার শহরে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে কতো হলো জানুন।
শ্রীনগর- 1219 টাকা।
দিল্লি-1103 টাকা।
পাটনা-1201 টাকা।
লেহ-1340 টাকা।
আইজল-1255 টাকা।
আন্দামান-1179 টাকা।
আহমেদাবাদ-1110 টাকা।
ভোপাল-1118.5 টাকা।
জয়পুর-1116.5 টাকা।
ব্যাঙ্গালোর-1115.5 টাকা।
মুম্বাই-1112.5 টাকা।
কন্যা কুমারী-1187 টাকা।
রাঁচি-1160.5 টাকা।
সিমলা-1147.5 টাকা।
ডিব্রুগড়-1145 টাকা।
লক্ষ্ণৌ-1140.5 টাকা।
উদয়পুর-1132.5 টাকা।
ইন্দোর-1131 টাকা।
কলকাতা-1129 টাকা।
দেরাদুন-1122 টাকা।
বিশাখাপত্তনম-1111 টাকা।
চেন্নাই-1118.5 টাকা।
আগ্রা-1115.5 টাকা।
চণ্ডীগড়-1112.5 টাকা।
জানিয়ে রাখি যে, ১ এপ্রিল ২০২২ এ বানিজ্য ভাবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২২৫৩ টাকায় ১৯ কেজি। এবারে ২০২৪ টাকায় নেমে এসেছে সেটি। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের বিপরীতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সারা বছর ধরেই বাড়তে থাকে-কমতে থাকে। যেমন ১ বছর আগেই দিল্লিতে কমে ছিল ২২৫ টাকা।