Friday, September 13, 2024

কোন প্রকার গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা ঋণ দিচ্ছে সরকার! এভাবে টাকা নিয়ে নিজের ব্যবসায় লাগান

অনেকেরই হয়তো স্বপ্ন ব্যাবসা (Business) করার। জায়গা জমি সব কিছু দেখা হয়ে গিয়েছে, বিজনেস প্ল্যানও তৈরি। কিন্তু টাকার অভাবে সেই ব্যাবসা করার স্বপ্ন তার স্যতি হচ্ছে না। আবার অনেকে আছেন হয়তো ব্যাবসা করছেন ব্যাবসায় লাভ হচ্ছে না একটু কিছু টাকা লাগালে বোধহয় ব্যবসাটা একটু ভালো করে গড়ে তোলা যেত। কিন্তু ঐ আমরা সবাই টাকার কাছেই ক্ষমতা হারাই। টাকার অভাবে অনেকের ব্যাবসা করার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। তবে এবারে আর আপনাকে চিন্তা করতে হবে না। সরকার আপনাকে ব্যবসার জন্য দেবে ১০ লক্ষ টাকা।

যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন তাদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (Pradhan Mantri mudra Yojana) মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। এবং এই ঋণ আপনাকে কোন রকম কোন গ্যারান্টি ছাড়াই দেবে সরকার। অর্থাৎ আপনি যদি ব্যাবসার জন্য কোথাও থেকে লোন নিতে যান আপনাকে গ্যারান্টি বাবদ তাদের কাছে আপনার জমির দলিল সহ আরও বিভিন্ন কিছু জমা রাখতে হয়। কিন্তু সরকার আপনার থেকে কিছুই চাইছে না। কোন গ্যারান্টি ছাড়াই ব্যাবসা করার জন্য আপনাকে ১০ লক্ষ টাকা দেয়া হবে। এই টাকা কিভাবে পাবেন আপনি চলুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

Mudra Loan Yojana scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশব্যাপী যারা ছোট ব্যবসায়ী আছেন অর্থাৎ যাদের রাস্তার ধারে ফলের দোকান, যারা নতুন দোকান খুলতে চান, আবার কেউ ট্রেনে হকারি করেন (এছাড়া অন্যান্য যারা) এমন মানুষদের ঋণ দেবে সরকার। ১০ লক্ষ টাকার এই ঋণ পেতে হলে আপনাকে আপনার পোষ্ট অফিস (post office) অথবা নিকটবর্তী সরকারি ব্যাংকে (Bank) গিয়ে যোগাযোগ করতে হবে। তবে জানিয়ে রাখি যে, এই ১০ লক্ষ টাকা প্রথমেই আপনাকে দেয়া হবে না। প্রথমে হয়তো ২০ হাজার টাকা ঋণ দেওয়া হবে আপনাকে। এরপর সেই ঋণ পরিশোধ করলে পরের বারে আপনি পাবেন ৪০ হাজার টাকা। এভাবে ঋণ নিয়ে তা শোধের মাধ্যমে আপনাকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo