বর্তমানে আমাদের মধ্যে অনেকেরই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (Punjab National Bank) একাউন্ট রয়েছে। যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একাউন্ট রয়েছে তাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সেটা হলো, ২০২৩ সালের মে মাসের প্রথম দিন থেকে একটি নতুন নিয়ম চালু করা হবে যার মাধ্যমে যদি আপনার অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে এটিএম (ATM) থেকে টাকা তুলতে ব্যর্থ হন, তাহলে আপনাকে ১০ টাকা ও তার সঙ্গে জিএসটি (GST) চার্জ হিসেবে দিতে হবে।। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে যে আগামী মে মাসের পহেলা তারিখ থেকে অপর্যাপ্ত তহবিলের কারণে এটিএম থেকে টাকা তুলতে না পারলে ব্যাংক ১০ টাকা এবং তার উপর জিএসটি চার্জ করবে।
PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের থেকে এই নতুন চার্জ কাটার বিষয়ে দুটি পরিবর্তন জারি করেছে।
প্রথমত হলো– ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ড ইস্যু করা সংক্রান্ত চার্জ।
এবং দ্বিতীয়তঃ হলো অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে ডেবিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের ওপর চার্জ।
নতুন নিয়ম অনুসারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 10 টাকা বেশি নেবে যদি গ্রাহকদের কার্ডের মাসিক সীমার শেষ হওয়ার পর এটিএম থেকে নগর টাকা তুলে থাকেন বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতি মাসে গ্রাহকদের পাঁচটি বিনামূল্যের লেনদেন দিয়ে থাকে। যদি আপনি বড় কোনো শহরে লেনদেন করে থাকেন তাহলে আপনি মাসে তিনটি বিনামূল্যের লেনদেন পাবেন আর যদি আপনি ছোটখাটো শহরে লেনদেন করে থাকেন তাহলে আপনি পাঁচটি বিনামূল্যের লেনদেন পাবেন। আর যদি আপনি আপনার সর্বোচ্চ লেনদেনের সীমা পার করে ফেলেন তাহলে আপনাকে প্রতিটি লেনদেনের জন্য ২১ টাকা চার্জ করা হবে।।