আজকালকার বাজারে চলছে গেলে টাকার খুব প্রয়োজন। আপনার কাছে টাকা নেই মানে কেউ পাত্তা দেবে না আপনাকে। অন্যদিকে আজকালকার বাজারে জিনিসপত্রের যা দাম একজন চাকরিজীবী হয়েও সাংসারিক জিনিসপত্র কিনতে হিমসিম খাচ্ছেন অনেকে। আর এই দুর্ভোগ ভবিষ্যতে আরো বাড়বে। তাই বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই কিছু কিছু টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন বা বিনিয়োগ করে রাখুন। এবং এতে করে একটা সময় পর আপনি প্রচুর টাকার মালিক হতে পারবেন। এবং আপনি যদি টাকা বিনিয়োগ করার একটি সেরা জায়গা খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদনে আমরা আপনাকে বলবো টাকা বিনিয়োগ করার সেই সেরা জায়গাটির সমন্ধে।
মাত্র ৯০০ টাকা বিনিয়োগ করেই পান ৬৩ লক্ষ টাকা। হ্যা ঠিকই শুনেছেন, মাসে মাত্র ৯০০ টাকা বাঁচিয়ে সেই টাকা আপনি বিনিয়োগ করে পেতে পারেন ৬৩.১ লক্ষ টাকা। কিন্তু কিভাবে? জানতে হলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
৯০০ টাকা বিনিয়োগ করে ৬৩.১ লক্ষ টাকার তহবিল পেতে হলে আপনাকে একটি ভালো মিউচুয়াল ফান্ড স্কিম (mutual fund scheme) বেছে নিতে হবে। এরপর সেই স্কিমে প্রতিমাসে আপনাকে শুধুমাত্র ৯০০ টাকা বিনিয়োগ করতে হবে। মাথায় রাখতে হবে যে আপনাকে এই বিনিয়োগ পুরো ৩০ বছরের জন্য করতে হবে। আর এতে আপনি ১৫ শতাংশ রিটার্ন পেতে থাকবেন। এভাবে প্রতিমাসে ৯০০ টাকা বিনিয়োগ, যে কিনা ৩০ বছর জন্য, আপনি পাবেন ৬৩.১ লক্ষ টাকা। তবে মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বাজারগত ঝুঁকিপূর্ণ তাই এখানে টাকা বিনিয়োগ করার আগে স্কিম সমন্ধিত যাবতীয় নথি ভালো করে পড়ে নেবেন।