কেউ ছাড় নয়, এই কাজটি না করলে শীঘ্রই বাতিল হবে আধার কার্ড! নতুন এক ঝামেলা

বর্তমান সময়ে আধার কার্ড (Addhar Card) একটি গুরুত্বপূর্ণ নথি। তাই আধার কার্ড ছাড়া কোন কাজই সম্পুর্ন হয়না বলা চলে। ব্যাংক থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অতি অবশ্যই আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাই ঠিক কিছুদিন আগেই আধার-প্যান লিঙ্ক করানো নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আধার-প্যান লিঙ্ক না করানো হতো তাহলে ছিল ১০,০০০ টাকা জরিমানা। সাথে বাতিল হতো প্যান কার্ড। যদি আধার-প্যান লিঙ্কের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে পরবর্তীতে ৩০ জুন করা হয়েছে জনগনের সুবিধার্থে। কিন্তু এর মধ্যেই আবার একটি গুরুত্বপূর্ণ খবর বেড়িয়ে আসছে আধার কার্ড নিয়ে।

জানা গেছে যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার প্যান-আধারের পর আধার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য জোর দেওয়া হচ্ছে সাধারণ জনগনকে। যেই কাজটি না করা হলে আধার-প্যান লিঙ্কের মতো এখানেও আধার কার্ড বাতিল হয়ে যাবে। ফলে আর কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না মানুষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবারে যাদের ১০ বছরের পুরনো আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড অতি শিগগিরই সম্ভব আপডেট (Update) করতে হবে। আধার কার্ডের নামের বানান ভুল, ঠিকানা ভুল, জন্ম তারিখ ভুল, লিঙ্গ ভুল এগুলো আপডেট করতে বলা হচ্ছে অতি শীঘ্রই যাদের ১০ বছরের পুরনো আধার কার্ড রয়েছে। এবং যারা কখনও তাদের আধার কার্ড আগে আপডেট করেনি আধার সংক্রান্ত এই কাজটি অতিসত্বর করতে হবে তাদের। এবং এই কাজ সম্পুর্ন বিনামূল্যে করা যাবে নিকটবর্তী আধার সেন্টার বা পোস্ট অফিসে (post office) গিয়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Addhar update

জানা গেছে যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করার শেষ সময় কবে তা জানানো হয়নি। তবে ২০২৩ সালের মধ্যে আধার সংক্রান্ত এই কাজটি সারতে হবে। বর্তমানে পোষ্ট অফিস কিংবা আধার সেন্টারে বিনামূল্যে আধার আপডেট (update) চলছে। যদি আপনি দেরি করেন তাহলে বিনামূল্যে আধার আপডেট এই অফারটি শেষ হয়ে যেতে পারে। এবং আপনার থেকে চার্জ নেওয়া হতে পারে তখন। তবে এখানে আধার আপডেট না করলে প্যান কার্ডের মতো কোন জরিমানা নেই। শুধু এক্ষেত্রে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment