বেশ কিছুদিন আগে পযর্ন্ত আমাদের টাকার প্রয়োজন হলে সোজা ব্যাংকে গিয়ে দাঁড়াতে হতো। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও সহজে টাকা পাওয়া যেত না। কিন্তু বর্তমানে ইন্টারনেটের যুগে প্রযুক্তি আমাদের এমনই সুবিধা করে দিয়েছে যে, আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডেই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারি। আর এর জন্য আমাদের ব্যাংকেও যেতে হয় না। কিন্তু ঘরে বসে টাকা তোলার ব্যাপারটায় একদিকে যেমন বিরাট সুবিধা রয়েছে, ঠিক তেমনই রয়েছে বিরাট অসুবিধা। আমাদের ছোট্ট একটা ভুলে মাত্র কয়েক সেকেন্ডেই আমাদের পুরো অ্যাকাউন্ট ফাকা হয়ে যেতে পারে। সাইবার ক্রাইম যে কত ভয়ানক একটা জিনিস,এটা তখনই বোঝা যায় যখন কেউ এর শিকার হয়। হ্যাকারদের পাতা ফাঁদে যদি একবার কেউ পা দেয়, তাহলে তার সর্বশান্ত হতে কয়েক সেকেন্ড সময়-ই যথেষ্ট।
একটা সমীক্ষায় দেখা গেছে, 2021-22 সালে সাইবার ক্রাইম বা হ্যাকারদের মাধ্যমে যে টাকা তোলা হয়েছে, তার পরিমাণ 61 কোটি টাকার বেশি। তাই ভবিষ্যতে যাতে আর এইরকম ভাবে জনসাধারণের টাকা হ্যাকারদের হাতে না যায়, তার জন্য SBI- এক নতুন ধরনের বীমা চালু করেছে। এই নতুন বীমা প্রকল্পের মাধ্যমে সাইবার ক্রাইমের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে তারা মনে করছেন। যদি কোনো ব্যক্তি সাইবার ক্রাইমের শিকার হয়ে থাকেন, তাহলে এই বীমা প্রকল্পের তাকে সব ধরনের সাহায্য করা হবে। প্রয়োজন হলে আইটি বিশেষজ্ঞের সাহায্যে পযর্ন্ত নেওয়া হবে। এইসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেই সমস্ত মানুষ সর্বশান্ত হওয়া থেকে রেহাই পাবেন, যেসমস্ত মানুষ না বুঝে শুনেই হ্যাকারদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেন।
এখন মনে প্রশ্ন আসতে পারে- কারা এই বিশেষ বীমা প্রকল্পের সুবিধা পেতে পাবে। সে ক্ষেত্রে SBI স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র এসবিআই এর গ্রাহক নয়, অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও এই বিশেষ বীমা প্রকল্পের সুবিধা পাবেন। এসবিআই এর বিশেষ বীমা প্রকল্পের মাধ্যমে হ্যাকারদের হাত থেকে তো টাকা বাঁচাতে পারবেন ই,সেই সঙ্গে যদি কোন কারণে আপনার টাকা চুরিও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আপনি আপনার টাকা পাবেন।।