Monday, October 14, 2024

৪৬ কোটি গ্রাহকের একাউন্ট থেকে কাঁটা যাবে লক্ষ লক্ষ টাকা! বড়সড় সিদ্ধান্ত SBI এর

স্টেট ব্যাংকের (State Bank of India) গ্রাহকদের একাউন্ট থেকে কাঁটা যাবে লক্ষ লক্ষ টাকা। এই টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টধারীদের থেকে কাঁটে নেওয়া হবে বলে জানিয়েছে SBI, ফলে সমস্যার মধ্যে পড়তে পারেন SBI- এর ৪৬ কোটি গ্রাহক। কিন্তু কেন এই টাকা কাটতে চলছে SBI? এই প্রতিবেদনে এটাই জানাতে চলেছি আপনাদের। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

SbI জানিয়েছেন যে, যাদের SBI তে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছ থেকে কিছু টাকা কাটছাঁট করতে চলছে তারা। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টধারীদের একাউন্ট থেকে ১৭৬.৫ টাকা থেকে শুরু করে ২২৬.৬ টাকা পর্যন্ত কাঁটা হবে। সোজা ভাষায় বলতে গেলে, SBI এর ৪৬ কোটি গ্রাহকদের যাদের কিনা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এইসমস্ত একাউন্ট থেকে এই ছোট্ট এমাউন্ট (Amount) কাটতে চলেছে SBI। যেটা কিনা একত্রিত করলে দাঁড়াচ্ছে কোটি টাকায়।

SBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে যে, এই টাকা Yuva, Gold, Combo এবং My Card এর ডেবিট কার্ডধারী গ্রাহকদের থেকে কাঁটা হবে। অর্থাৎ ডেবিট কার্ডের চার্জ হিসেবে ২০৬.৫ টাকা কাটতে চলছে SBI. জানা গেছে, যারা SBI- এর বিভিন্ন ধরনের ডেবিট ব্যবহার করেন সেই কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ হিসেবে প্রতিবছরই ১৭৬ টাকা গ্ৰাহকদের ব্যাংক একাউন্ট থেকে কেটে নেয় SBI। তাই এবছরেও কাটা হবে এই টাকা এবং ১৮% GST লাগিয়ে সেই টাকা দাড়াচ্ছে ২০৬.৫ টাকাতে।

আপনার জন্য
WhatsApp Logo