Tuesday, December 10, 2024

মাত্র ৪১ টাকা বিনিয়োগ করেই ধনী হবার সুযোগ দিচ্ছে LIC, এভাবে করুন সুযোগে সৎ ব্যবহার

আপনি কি অল্প টাকা বিনিয়োগ করে খুব তাড়াতাড়ি ধনী হতে চান? তাহলে LIC আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আপনি মাত্র ৪১ টাকা বিনিয়োগ করেই এবার গরীব থেকে ধনী হতে পারবেন। কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত।

 

গরীব থেকে বড়লোক,LIC-র এই স্কিমের নাম হচ্ছে জীবন উমং প্ল্যান স্কিম। আর এই স্কিমেই আপনাকে দৈনিক ৪১ টাকা করে বিনিয়োগ করতে হবে। আর তাহলেই ১৫ বছর পর আপনি এই স্কিম থেকে একটি মোটা টাকা ফেরত পাবেন। এবং সেই টাকা আপনি যেখানে খুশি কাজে লাগাতে পারবেন।

 

কিভাবে জীবন উমং প্ল্যান স্কিমের জন্য আবেদন করবেন: এই স্কিমটি হবে আপনার সন্তানের নামে। অর্থাৎ আপনার সন্তানের বয়স যখন ৫ বা তারও কম তখন আপনাকে আপনার সন্তানের নামে LIC-র এই জীবন উমং প্ল্যানে একটি একাউন্ট খুলতে হবে। এবং সেই একাউন্টে আপনাকে প্রতিদিন জমা করতে হবে ৪১ টাকা। এবং আপনার সন্তানের বয়স যখন ১৫ বছর হবে তখন এই স্কিমেরও মেয়াদ শেষ হবে। এবং জানা মতে,আপনি এই স্কিম থেকে তখন পাবেন পুরো ৪ লক্ষ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo