সময় দ্রুত ঘনিয়ে আসছে। ৩১ মার্চ ২০২৩ হচ্ছে আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এর মধ্যে যদি আপনি আপনার আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে আপনার প্যান কার্ডটি অবিলম্বে বাতিল ও ১০,০০০ টাকা জরিমানা করা হবে আপনাকে। যদিও সময়ের আগে অর্থাৎ ৩১ মার্চের আগে আধার-প্যান লিঙ্ক করলেও ১০০০ হাজার টাকা পেনাল্টি ফি দিতে হচ্ছে। কিন্তু আপনি কি জানেন আধার-প্যান লিঙ্ক করালে মিলবে ৬ সুবিধা। কি কি সুবিধা চালু যেনে নেই।
আধার-প্যান লিঙ্ক করালে মিলবে এই ৬ সুবিধা:
১) আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করালে আপনি আপনার আয়কর বিভাগের সবচেয়ে বেশি লেনদেনের অডিট বা হিসেব করতে পারে। আর এটি একটি বড় সুবিধা।
২) আগের থেকেও আইটিআর (ITR) ফাইল করা আরও সহজ হবে আধার-প্যান লিঙ্ক করানোর হলে।
৩) আধার-প্যান লিঙ্ক করালে আপনার প্যান কার্ডটি ব্লক হওয়া থেকে বেঁচে যাবে। নয়তো প্যান কার্ড যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি অর্থ লেনদেন করতে পারবেন না।
৪) আধার প্যান লিঙ্ক করালে অন্যান্য নথির প্রয়োজনীয়তা অনেকাংশে কমবে।
৫) আঁধার কার্ডের মাধ্যমে যে কোন ব্যক্তির পরিচয় এবং ঠিকানা জানা যায় আর সেই সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানো হলে এতে ভিন্ন মাত্রা যোগ হবে।
৬) আধার-প্যান লিঙ্ক না করালে আইটিআর ফাইলিংয়ের অনুমতি দেওয়া হবে না আপনাকে।