Saturday, July 27, 2024

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়ম! জরিমানা এড়াতে করতে হবে এই কাজ

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। আর নতুন এই আর্থিক বছরে দেশে অনেক কিছুরই নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে। তেমনি পরিবর্তন হতে চলেছে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স (Minimum balance) রাখার নিয়মে। যেই নিয়মের বাইরে যদি আপনার মিনিমাম ব্যালেন্স কম থাকে তাহলে ব্যাংকের তরফ থেকে জরিমানা করা হতে পারে আপনাকে। আপনার যদি SBI, HDFC বা ICICI ব্যাংকে একাউন্ট থেকে থাকে তাহলে এটা অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত যে নতুন আর্থিক বছরে এই ৩ ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম কতো করা হয়েছে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

SBI: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স কতো রাখতে হবে তা নির্ভর করছে আপনি কোথায় থাকেন। অর্থাৎ আপনি যদি শহর এলাকায় থাকেন তাহলে এবার থেকে আপনার সেভিংস একাউন্টে ১০০০ থেকে ৩০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে আপনাকে। গ্রামীন এলাকাতে যারা থাকেন তাদের ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম হবে ১০০০ টাকা। এবং যারা আধা-শহর এলাকায় থাকেন তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম হবে ২০০০ টাকা।

HDFC: এইচডিএফসি তে ন্যূনতম ব্যালেন্স কতো রাখতে হবে সেটা আপনার উপর নির্ভর করছে। গ্রামীন এলাকাবাসীদের জন্য একাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ১০০০ টাকা। আধা-শহর বাসীদের জন্য ২,৫০০ টাকা। এবং শহরবাসীদের জন্য ৫০০০ টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICICI: এইচডিএফসির মতোই ICICI ব্যাংকেও ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম সমান হতে চলেছে। শহরবাসীদের জন্য ৫০০০ টাকা এবং আধা শহরবাসীদের জন্য ২,৫০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টে।

আপনার জন্য
WhatsApp Logo