আজকে আপনাদের সঙ্গে এমন একটি নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো, যেই ব্যবসাটা হয়তো আপনার এলাকাতে আপনিই প্রথম শুরু করবেন।কিন্তু তাই বলে এমনটা কখনোই ভাববেন না যে,আপনি সেই ব্যবসায় প্রথম বলে লাভ করতে পারবেন না। এই ব্যবসা আপনাকে নিজে থেকে একটা পয়সাও খরচ করতে হবে না। কিন্তু এই ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন প্রথম দিন থেকেই। তো কী কি সেই স্মল বিজনেস আইডিয়া? জানতে হলে পড়তে থাকুন।
Tiffin Services Business Plan:
বর্তমান সময়ে চাকরিজীবী মানুষরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে,তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির খাবার খাওয়া হয়ে ওঠে না। বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাইরে খেতে হয়। কিন্তু অনেকেই আছেন যারা সবসময়ই বাড়ির খাওয়া খেতে চান। কিন্তু সময়ের অভাবে না তো তারা নিজে রান্না করে খেতে পারেন আর না তো বাড়ির খাবার তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো কেউ থাকে। আপনাকে শুধুমাত্র এই জিনিসটাই কাজে লাগাতে হবে। অর্থাৎ যে সমস্ত চাকরিজীবী বা কর্মজীবী মানুষেরা বাড়ির খাবার খেতে চাইছেন,কিন্তু তাদের কাছে বাড়ির খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ নেই-আপনাকে সেই সমস্ত মানুষদের কাছে বাড়ির খাবার পৌঁছে দিতে হবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে আপনাকে টিফিন সার্ভিস দিতে হবে।
টিফিন সার্ভিসের ব্যবসা থেকে কিভাবে মাসে 40 থেকে 50 হাজার টাকা রোজগার হয়?
টিফিন সার্ভিসের ব্যবসা আপনি দুই ভাবে করতে পারেন। তবে যেটা সবচাইতে ভালো, সেটা হচ্ছে নিজে রান্না করে সেই রান্না করা খাবার কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। যদি আপনি একদিনে কম করে দশ জায়গাতেও খাবার ডেলিভারি করতে পারেন বা টিফিন সার্ভিস দিতে পারেন, তাহলেও আপনি সেখান থেকে অনায়াসেই দিনে ১,০০০ থেকে ১,২০০ টাকা রোজগার করতে পারবেন। এই হিসাবে আপনি প্রতি মাসে অনায়াসেই ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা রোজগার করতে পারবেন।।