Wednesday, October 9, 2024

এই ৫ ভুলে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে অন্য কেউ, অধিকাংশ মানুষই জানেন না

বর্তমানে আমরা সবাই WhatsApp ব্যাবহার করি। সারা বিশ্বে এর ডাউনলোড সংখ্যা রয়েছে প্রায় কয়েক বিলিয়ন। যেহেতু WhatsApp এতো জনপ্রিয় তাই মাঝে মাঝেই WhatsApp হ্যাক হওয়ার খবর শোনা যায় বিভিন্ন মিডিয়াতে। তবে WhatsApp হ্যাক হওয়ার অবশ্য কয়েকটি কারণ রয়েছে। আপনার করা ভুলের কারণেই হ্যাক হচ্ছে আপনার WhatsApp। আপনার মেসেজ অন্য কেউ পড়ে চলেছে গোপনে। তাই কি সেই ভুল গুলো জেনে নিন অবিলম্বে।

 

 

আপনার করা এই ৫ ভুলে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ছে অন্য কেউ: 

১) আপনি কি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ গুগল ড্রাইভে সেভ করে রাখেন? তাহলে সাবধান। কারণ প্রায়শই শোনা যায় যে, লোকেদের Gmail account হ্যাক হতে, তাই আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ গুগল ড্রাইভে সেভ করেন তাহলে সম্ভবনা রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার। আপনার চ্যাট পড়তে পারেন হ্যাকাররা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

২) কোন অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার বন্ধু হোক কিংবা বান্ধবী, আপনাকে যদি কেউ কখনো হোয়াটসঅ্যাপ কোন অজানা লিঙ্ক পাঠায় তাহলে সেই লিংকে ক্লিক করবেন না। হতে পারে সেই বন্ধু আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের এক্সেস নিতে চাইছেন।

 

৩) গুগল প্লে-স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোন Apps ডাউনলোড করবেন না কখনো। কারণ এতে হ্যাকাররা আপনার চ্যাটের এক্সেস সহজেই পেতে পারে।

পড়ুন: আপনার প্যান কার্ড কেউ অবৈধ কাজে ব্যবহার করছে নাতো? এভাবে ঘরে বসে জেনে নিন

৪) আপনার অজান্তেই আপনার WhatsApp মেসেজ কেউ পড়ছে কিনা তা বোঝার জন্য সবচেয়ে ভালো একটি উপায় হলো হোয়াটসঅ্যাপ ওয়েব। এই হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্য একই ফোনে দুটি WhatsApp চালানো যায়। এই হোয়াটসঅ্যাপ ওয়েব বিশেষ ভাবে বানানো হয়েছে ডেক্সটপের জন্যে। তাই চেক করে নেবেন আপনার হোয়াটসঅ্যাপ ওয়েবে অন্য কোন ডিভাইস যুক্ত রয়েছে কিনা। এটা বোঝার জন্য WhatsApp এর ভেতরে গিয়ে ৩ ডটে ক্লিক করতে হবে আপনাকে। এরপর link device এ ক্লিক করুন।

WhatsApp web
একটি ডিভাইস যুক্ত রয়েছে।

 

৫) জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মাঝে মধ্যেই আপডেট করুন। কিংবা এমন পাসওয়ার্ড দিন যেটা এক্সেস করা কঠিন। এতে আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হবে না। এবং আপনার WhatsApp’ও সুরক্ষিত থাকবে।

আপনার জন্য
WhatsApp Logo