Wednesday, September 18, 2024

রেশন কার্ড থাকলেই ফ্রি রেশনের সাথে পাবেন এবার নগদ টাকাও, সরকারের নতুন সিদ্ধান্ত খুশি জনতা

দেশের দরিদ্র জনগণকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে দেশের সাধারণ নাগরিকদের বিনামূল্যে বা খুবই কম মূল্যে রেশন বা খাদ্যদ্রব্য দেওয়া শুরু করেছে অনেক আগে থেকেই। এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের এই পরিকল্পনায় উপকৃত হয়েছেন দেশের অসংখ্য জনগণ। তবে সরকার এবার রেশন দেওয়ার ক্ষেত্রে একটি নতুন জিনিস চালু করতে চলেছে। আগে যাদের রেশন দেওয়া হতো,এবার থেকে সরকার তাদের নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছে। রেশন কার্ড অনুযায়ী সরকারের দেওয়া এই নগদ টাকা পেলে সাধারণ মানুষ যে বিভিন্ন ভাবে উপকৃত হবেন, তাতে আর সন্দেহ কি। তো কারা এই নগদ টাকা পাবেন, কিভাবে পাবেন এবং কেন-ই বা পাবেন-বিষয়টি জানতে সম্পূর্ণ পড়ে দেখুন।

 

সরকার শুধুমাত্র তাদেরকেই রেশন কার্ড অনুযায়ী নগদ টাকা দেবে যাদের বি.পি.এল (BPL) রেশন কার্ড রয়েছে। অর্থাৎ সরকারের এই পরিকল্পনা শুধুমাত্র তাদেরই জন্য যারা দেশের দারিদ্র সীমার নিচে রয়েছেন। এখন রেশনের মাধ্যমে নগদ টাকা দেওয়ার এই যে পরিকল্পনা, এটা রয়েছে মূলত হরিয়ানা (Haryana) এবং উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এই দুই রাজ্য সরকার দারিদ্র সীমার নিচে অবস্থানকারী রেশন কার্ড হোল্ডারদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই পরিকল্পনা শুরু করেছে।

পড়ুন: আপনার প্যান কার্ড কেউ অবৈধ কাজে ব্যবহার করছে নাতো? এভাবে ঘরে বসে জেনে নিন

হরিয়ানা সরকার এবং উত্তর প্রদেশের সরকার দেশের দারিদ্র সীমার নিচে অবস্থানকারী রেশন কার্ড হোল্ডারদের আর্থিকভাবে সহায়তা করার জন্য রেশনের মাধ্যমে তেল দেওয়ার বদলে প্রায় ৩২ লক্ষ বিপিএল রেশন কার্ড এবং AYY কার্ড ভুক্ত পরিবারকে ৩০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এর আগেও ২০১১ সালে হরিয়ানা সরকার ঠিক একইভাবে তেল দেওয়ার বদলে বিপিএল কার্ড হোল্ডারদের ২৫০ টাকা করে দেওয়ার যোজনা শুরু করেছিল। কিন্ত বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এখন নগদ টাকা দেওয়ার পরিমাণটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo