Monday, October 14, 2024

জমা করতে হবে মাত্র ৩৩ টাকা, কিন্তু ফেরত পাবেন ১৮.১৪ লক্ষ টাকা! জেনে নিন কিভাবে

কোনো এক জায়গায় টাকা বিনিয়োগ করে সেই বিনিয়োগ করা টাকা থেকে একটা ভালো পরিমাণ রিটার্ন পাওয়ার জন্য দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হয়। ভারতে টাকা দ্বিগুণকারী বা খুব বেশি সুদ বা রিটার্ন প্রদানকারী যে সমস্ত স্কিম বা প্লেয়ার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund), যাকে সংক্ষেপে PPF বলে। পাবলিক প্রফিটেড ফান্ডে আপনি খুবই কম টাকা বিনিয়োগ করে একটি নির্দিষ্ট সময় পর ১৮ লক্ষ টাকার বেশি ফেরত পেতে পারেন। এবং সেটাও আবার কোনো রকম কোনো কিছু ছাড়াই।।

 

Public Provident Fund-ভারতের সবচেয়ে জনপ্রিয় একটি সেভিংস স্কিম। এই সেভিংস স্কিমের সবচেয়ে ভালো দিক হলো-আপনি এখানে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। আর যদি আপনি চান তাহলে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকাও এখানে বিনিয়োগ করতে পারেন। তবে আপনাকে সবটাই বিনিয়োগ করতে হবে একটা দীর্ঘ সময়ের জন্য। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের আরও একটা বড় সুবিধা হচ্ছে, এটা সম্পূর্ণ ভাবে ট্যাক্স ফ্রী। আপনি এখানে যেই টাকা বিনিয়োগ করবেন, সেই টাকার ওপর আপনাকে ৭.১% সুদ দেওয়া হবে।।

 

কিভাবে ৩৩ টাকা জমা করে ১৮ লক্ষের বেশি ফেরত পাবেন? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩৩ টাকা জমা করে ১৮ লক্ষের বেশি ফেরত পেতে হলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে। এখানে ১৮ লাখের বেশি ফেরত নিয়ম খুবই সোজা। যদি বর্তমানে আপনার বয়স ২৫ হয়ে থাকে এবং আপনি এখন থেকে পরবর্তী ৬০ বছর পর্যন্ত প্রতিদিন দৈনিক ৩৩ বা এক মাসের প্রায় ১ হাজার টাকা জমা করেন, তাহলে এক বছর আপনার জমা হয় প্রায় ১২ হাজার টাকা। এইভাবে ৩৫ বছরে জমা হয় ৪ লক্ষ ২০ হাজার টাকা। এইভাবে ৩৫ বছরে আপনার যেই টাকা জমা হবে, সেই টাকার উপর আপনি ৭.১% চক্রবৃদ্ধি সুদ পাবেন। এইভাবে আপনি ৭.১ শতাংশ চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পাওয়ার ফলে আপনার চার লক্ষ কুড়ি হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় ১৮ লক্ষ ১৪ হাজার টাকা। সুতরাং আপনি এখানে মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা জমা করে প্রায় ১৪,০০,০০০ টাকার বেশি শুধুমাত্র সুদ হিসেবে পেয়ে যাবেন। আর এই সহজ নিয়মেই আপনি দৈনিক ৩৩ টাকা জমা করেই ১৮ লক্ষ টাকার বেশি ফেরত পাবেন।।

আপনার জন্য
WhatsApp Logo