Tuesday, December 10, 2024

এই কৃষকেরা পাবেনা কিশান যোজনার ১৩তম কিস্তির টাকা! তালিকায় নিজের নাম দেখে এই নম্বরে ফোন করুন

সমস্ত কৃষকদের জন্য সুখবর। যারা কিষান যোজনার ১৩ তম কিস্তির জন্য এতো দিন অপেক্ষা করেছিলেন আজ তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ আজ ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের ৮ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি স্থানান্তর করতে চলেছেন 16,800 কোটি টাকা। এক টুইটবার্তায় দেশের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই টাকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কিছু কিছু কৃষক আছেন যারা কিনা এই কিষান যোজনার ১৩ তম কিস্তির টাকা পাবেন না। কারা কারা পাবেন না জেনে নিন।

 

কিশান যোজনার ১৩তম কিস্তির টাকা কারা পাবেন না। এর জন্য সরকার একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি বুঝবেন কিশান যোজনার ১৩ তম কিস্তির টাকা আপনি পাচ্ছেন না। এবং এই তালিকায় আপনার নাম না দেখতে পেলে কিছু ফোন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নম্বর গুলিতে যোগাযোগ করতে বলা হচ্ছে আপনাকে।

 

এইভাবে তালিকায় নিজের নাম দেখুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২ হাজার টাকা আপনি পাবেন কিনা তা দেখার জন্য আপনাকে পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ যেতে হবে। এরপর Farmer Corner এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এরপর এখানে আপনি সহ আরো বাকি কৃষকদের নামের তালিকা দেখতে পাবেন। যদি আপনার কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে ekyc করা থাকে তাহলেই আপনি আপনার ১৩তম কিস্তির ২ হাজার টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। এরজন্য তালিকার স্ট্যাটাসের পাশে YES কথাটি লেখা থাকবে।

Pm Kisan Yojana latest updates

কিভাবে ekyc করবেন?

১) প্রথমে আপনার পিএম কিষাণ সম্মান নিধির যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ যেতে হবে।

২) এরপর ডান দিকের পেজ থাকা ekyc অপশনে ক্লিক করতে হবে আপনাকে।

৩) এবার আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা কোড ফিলাপ করে সার্চ অপশনে ক্লিক করুন।

৪) এরপর আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি লিখুন উক্ত ঘরে। এরপর Get OTP অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনার দেওয়া বিবরণ যদি সাইটে দেওয়া বিবরণের সাথে সম্পুর্ন মিলে যায় তাহলে আপনার ekyc সম্পুর্ন হয়ে গিয়েছে।

 

তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে এই নম্বর গুলোতে ফোন করুন:

অফিসিয়াল email ID- pmkisan-ict@gov.in-এ। ফোন নম্বর 155261 ,1800115526, এবং 011-23381092 (টোল ফ্রি)

আপনার জন্য
WhatsApp Logo