বর্তমানে ব্যাবসা করার ইচ্ছে সবার মধ্যেই রয়েছে। কারণ বর্তমানে চাকরি নেই বাজারে। তাই আজকে আমরা আপনাকে এমন একটি ব্যাবসার কথা বলতে চলেছি যেই ব্যাবসায় কোন প্রকার কোন ঝুঁকি নেই, নেই কোন লোকসান। আপনি যদি এই ব্যাবসা একবার করেন তাহলে মাস শেষে এখান থেকে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন আপনি। তবে সবচেয়ে বড় ব্যপার হলো, এই ব্যাবসা শুরু করার জন্য আপনাকে সহায়তা করবে সরকার। তাই জেনে নিন এই ব্যাবসার সমন্ধে বিস্তারিত।
এই ব্যাবসার নাম হচ্ছে ‘মুরগির’ ব্যাবসা। তবে দাঁড়ান দাঁড়ান এই মুরগির ব্যাবসা কোন সাধারণ মুরগি হয়। বরং এখানে মুরগি বলতে বোঝানো হয়েছে কাদাকনাথ, গ্রামপ্রিয়া, স্বরনাথ, কেরি শ্যামা, নির্ভীক এবং বনরাজা প্রভৃতি মুরগিগুলোর কথা। এই মুরগি গুলো খুবই উচ্চ জাতের মুরগি, তাই এই ব্যাবসায় লাভও হবে উচ্চ হারে। তবে এই ব্যাবসায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ব্যাবসা করার জন্য আপনার বিশাল বাজেটের কোন প্রয়োজন নেই। কারণ এই ব্যাবসা (মুরগি পালন) বাড়ির ফাঁকা জায়গায় কিংবা মাঠে শুরু করতে পারবেন আপনি।
সাহায্য করবে সরকার: এই ব্যাবসা শুরু করার জন্য খোদ সরকার আপনাকে সাহায্য করবে। মুরগি পালনের জন্য আপনি সরকারের থেকে ৫০% ভর্তুকি পাবেন। পাশাপাশি অনেক আর্থিক প্রতিষ্ঠানও এই ব্যবসায় জন্য সহায়তা দিয়ে থাকে। সেই জন্য যোগাযোগ করতে হবে কৃষি পালন সমিতি গুলোতে।
লাভ হবে এতো: এই ব্যাবসায় কোন ঝুঁকি নেই। কারণ হয়তো আপনি জানেন যে কাদাকনাথ, গ্রামপ্রিয়া, স্বরনাথ, কেরি শ্যামা, নির্ভীক, বনরাজা এসব উচ্চ জাতের মুরগির বাজারে কতোটা চাহিদা রয়েছে। তবে বেশি চাহিদা রয়েছে বিদেশে। এই ব্যাবসা আপনি ১০-১৫টি মুরগি দিয়ে শুরু করতে পারেন এবং এর জন্য আপনার খরচ হবে ৫০ হাজার টাকা। তবে প্রতিমাসে এর থেকে আপনার মুনাফা হবে লাখ টাকা।