Friday, December 13, 2024

BPL কার্ড থাকলেই খুশির খবর, মোদী সবার ব্যাংকে দিচ্ছে নগদ ২০ হাজার টাকা, এভাবে আবেদন করুন

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী স্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণকর সরকারি যোজনা চালু করেছেন। নতুন বছরেও প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার ভারতের দরিদ্র জনগণকে আর্থিকভাবে সহায়তা করার জন্য একটি নতুন সরকারি যোজনা চালু করেছেন। এই যোজনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী ভারতের দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে বা বিপিএল পরিবারগুলিকে ২০,০০০ টাকা করে দিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ২০,০০০ টাকা পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে বা আপনি কি করে এই টাকা পেতে পারেন, জানার জন্য বিস্তারিত পড়ুন।

 

জাতীয় পরিবার সহায়তা প্রকল্প:  National Family Benifit Scheme:

ভারতের দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে বা বিপিএল পরিবার গুলিকে আর্থিকভাবে সহায়তা করার জন্য এই যে নতুন সরকারি যোজনা চালু করা হয়েছে,এই যোজনার নাম জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা National Family Benifit Scheme। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের জন্য যোজনা, সেই কারণে ভারতের যেকোনো রাজ্যের যে-কোনো পরিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নগদ ২০,০০০ টাকা পেতে পারেন। তবে এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নগদ ২০ হাজার টাকা পাওয়ার শর্ত:

বলে রাখা ভালো জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের কুড়ি হাজার টাকা ভারতের প্রতিটি পরিবার কখনোই পাবে না। এই নগদ হাজার টাকা সেই সমস্ত পরিবার-ই পাবেন যে সমস্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে বা বিপিএল। এবং যদি সেই পরিবারের একমাত্র আয়কর্তা বা রোজগারে সক্ষম- এমন ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলেই সেই পরিবারের সদস্যদের মধ্যে যেকোনো একজন সদস্য এই জাতীয় পরিবার প্রকল্পের ২০ হাজার টাকা পাবেন।

 

কিভাবে নগদ ২০ হাজার টাকা পাবেন?

জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের কুড়ি হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে https://nsap.nic.in ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। https://nsap.nic.in/Guidelines/nssp_guidelines_oct2014.pdf- এটা লিখে আপনি গুগলে সার্চ করলে আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহ করার পর সেটা পূরণ করা হয়ে গেলে সেটা আপনাদের তুই কোন জায়গায় পাঠিয়ে দিতে হবে বা জমা করতে হবে সেটা আপনারা নিজের জেলার District Social Welfare Office বা তহশিল সোস্যাল ওয়েলফেয়ার অফিসারের অফিস থেকে জেনে নিতে পারেন।। আবেদনপত্র জমা দেওয়ার পর যদি তারা মনে করে যে আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি কেন্দ্রীয় সরকারের এই নগদ কুড়ি হাজার টাকা অল্পদিনের মধ্যেই পেয়ে যাবেন।

আপনার জন্য
WhatsApp Logo