সবারই শখ থাকে শহর অঞ্চলে একটি ফ্লাট বাড়ি কেনার। কিন্তু বর্তমানে আর্থিক মন্দার কারণে হয়তো তা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে ফ্লাট নয় বরং ফ্লাটের দামে আপনি পেয়ে যাবেন আস্ত একটি দ্বীপ (island)! তাহলে কি এটা শুনে আপনি খুশিতে লাফিয়ে উঠবেন? উঠারই কথা, কারণ বর্তমানে যখন মানুষ ফ্লাট বাড়ি কিনে নিজের লাইফস্টাইল এবং টাকার গরম দেখাচ্ছেন তেমনি আপনি এই দ্বীপটি কিনে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিতে পারবেন।
যেনে নিন বিক্রি হওয়া দ্বীপটি সমন্ধে- এই দ্বীপটির নাম হচ্ছে ‘Wild Cane Key Island’ এই দ্বীপটি আমেরিকাতে অবস্থিত। দ্বীপটি ৫ কিলোমিটার জুড়ে একটি সুন্দর জায়গায় বিস্তৃত রয়েছে। দ্বীপটিতে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, কলা গাছ থেকে শুরু করে রয়েছে নারিকেল গাছ। এছাড়াও বিভিন্ন ধরনের আরোও গাছের বাগান রয়েছে চারিদিকে। জেনে অবাক হবেন যে দ্বীপতে একটি ২৮ ফুট উচ্চতার অবজারভেশন টাওয়ারও আছে। যেখান থেকে দ্বীপটির চারপাশের দৃশ্য খুবই সুন্দর দেখা যায়।
যত টাকা দাম এই দ্বীপটির– দ্বীপটির মূল্য হচ্ছে ৩.৮৮ কোটি টাকা। তবে এর দামের দিকে যাবেন না। কারণ এই দামের চেয়ে বেশি দাম পড়ে যাবে দিল্লি ও তার আশেপাশের শহরে একটি ভালো ফ্লাট বাড়ি কিনতে গেলে। জেনে আরও অবাক হবেন যে এই দ্বীপের মধ্যে একটি বাড়িও তৈরি করা আছে। যেখানে রয়েছেন একজন কাজের লোক। এছাড়াও এই দ্বীপটিকে আপনি WiFi-এর লাইন সহ টিভি চ্যানেলের সিগন্যালও আরামসে পেয়ে যাবেন। তাই দেরি না করে এই দ্ধীপটিকে এখুনি নিজের করে ফেলুন।
যেভাবে কিনবেন এই দ্ধীপটি- ইন্টারনেটে দ্বীপটির নাম সার্চ করলেই অনেক ওয়েবসাইট (website) পেয়ে যাবেন আপনি যারা এই দ্বীপটির কেনের বিভিন্ন উপায় বলে দেবেন আপনাকে।