আমরা প্রায় প্রতিদিনই ট্রেনে সফর করি। আর এই সফরের দরুন অনেকে সময়ই ভুলবশত ট্রেনের টিকিট (train tiket) হারিয়ে যায় আমাদের থেকে। আর এমতাবস্থায় ট্রেনের টিকিট হারিয়ে গেলে মহা বিপদে পড়তে হয় অনেককে। কারণ ট্রেনের টিকিট TTE-কে না দেখলে পারলে তিনি একটি ভারী জরিমানা করে বসেন আমাদের উপরে। আবার অনেকে ট্রেনের টিকিট হারিয়ে গেলে জরিমানার বা ফাইনের ভয়ে নতুন করে ট্রেনের টিকিট কেটে ফেলেন।
কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেই যে, ট্রেন সফরের সময় ট্রেনের টিকিট হারিয়ে গেলেও আপনার চিন্তার কোন কারণ নেই। বা বদলে আপনাকে নতুন করে ট্রেনের টিকিট কাটতে হবে না। কারণ আপনি আপনার হারিয়ে যাওয়া ওই টিকিটটির একটি ডুপ্লিকেট টিকিট (duplicate ticket) বানিয়ে নিশ্চিন্তে ট্রেন সফর করতে পারবেন। কিন্তু কিভাবে তা জানুন।
ট্রেন সফরের সময় কোন যাত্রীর টিকিট হারিয়ে গেলে তিনি ট্রেনে থাকা TTE-কে বলে তৎক্ষণাৎ একটি ডুপ্লিকেট বানিয়ে নিতে পারবেন। অথবা কাউন্টারে গিয়ে হারিয়ে যাওয়া টিকিটের বর্ণনা দিয়ে আপনি একটি ডুপ্লিকেট টিকিট পেতে পারেন। এছাড়াও ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrail.gov.in-এ গিয়েও আপনি একটি ডুপ্লিকেট টিকিট তৈরি করতে পারবেন। তবে এই ডুপ্লিকেট টিকিটের জন্য আপনাকে কিছু ফি দিতে হবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী, সেকেন্ড ও স্লিপার ক্লাসের ডুপ্লিকেট টিকিট তৈরির জন্য অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে আপনাকে এবং ফার্স্ট ক্লাসের ডুপ্লিকেট টিকিটের জন্য রেল আপনাকে ১০০ টাকা অব্দি চার্জ করতে পারে। অন্যদিকে রিজার্ভেশন চার্ট তৈরি করার পরে যদি নিশ্চিত টিকিট হারিয়ে যায়, তাহলে এই ডুপ্লিকেট টিকিট তৈরি করতে ভাড়ার ৫০% চার্জ হিসেবে দিতে হবে আপনাকে।
এছাড়াও মনে রাখবেন কোন যাত্রীর যদি ট্রেন টিকিট ছিঁড়ে যায় তাহলে ডুপ্লিকেট টিকিট তৈরি করতে তাকে ভাড়ার ২৫% ফি দিতে হবে। তবে কোন যাত্রী যদি হারিয়ে যাওয়া টিকিটটি পরে খুঁজে পান তাহলে সেই ডুপ্লিকেট টিকিটটি TTE বা কাউন্টারে জমা করলে আপনি ডুপ্লিকেট টিকিট তৈরির খরচের পুরো টাকাটা ফেরত পেয়ে যাবেন।