শরীর খারাপ হলে আমরা ছুটে যাই ডাক্তারের কাছে। এরপর ডাক্তার (Doctor) আমাদের ইনজেকশন লাগিয়ে দেন। আর ওই ইনজেকশনের ভিতরে ভরা থাকে সংশ্লিষ্ট রোগ ভালো কারার ঔষধ। আবার কখনো কখনো শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেলেও ডাক্তার বাবু আমাদের এই ইনজেকশন লাগিয়ে দেন, যেই ইনজেকশনের ভিতরে থাকে গ্লুকোজ। কিন্তু কি হবে যখন একটি ফাঁকা ইনজেকশন সিরিজের মধ্যে কোন ঔষধ না ভরে শুধু জল ভরে কারো শরীরে পুশ করা হয়? কখনো কি ভেবে দেখেছেন আপনি?
যখন ডাক্তার বাবু ইনজেকশনের সাথে জল ও ঔষধ মিশিয়ে শরীরে ইনজেকশন লাগান সেই জল হয়ে থাকে সম্পুর্ন জীবাণু মুক্ত। অর্থাৎ কোন প্রকার কোন ব্যাকটেরিয়া (bacteria) থাকে না সেই জলের মধ্যে। আর ওই জল ও ঔষধ রক্ত নালী দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে ঔষধ তার কাজ শুরু করে দেয়। কিন্তু কেউ যদি কলের জল কিংবা ফিল্টার করা জল ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পুশ করে দেয় তাহলে রয়েছে মারাত্মক ঝুঁকি, কারণ ওই জলে রয়েছে ব্যাকটেরিয়া যা রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়বে শরীরের ভিতরে। এছাড়াও আরও রয়েছে মারাত্মক ঝুঁকি জেনে নিন সেগুলো।

রক্তে সরাসরি ইঞ্জেকশনের মাধ্যমে জল প্রবেশ করালে শরীরে অপরিকল্পিত ভাবে বেড়ে যাবে রক্তের বেগ। এরপর সেই রক্ত পাম্প হয়ে পৌঁছে যাবে সোজা হৃদপিণ্ডে। আর এতে হৃদপিণ্ড সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে।