ব্যাঙ্ক লকার নিয়ে RBI-এর নতুন নির্দেশিকা, এই কাজটি না করলে লকারে আর কোনদিন কিছু রাখতে পারবেন না

আপনার কি ব্যাংকে লকার রয়েছে? তাহলে জেনে নিন ব্যাঙ্ক লকার নিয়ে RBI (Reserve Bank of India)-এর নতুন নির্দেশিকা। কারণ RBI জানিয়েছে এই বিশেষ কাজটি না করলে আপনি কখনো আর আপনার লকারে কোন কিছু রাখতে পারবেন না। এর জন্য আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে।

 

RBI-ঘোষনা করেছে যে, এখন পর্যন্ত বিপুলসংখ্যক ব্যাংকের গ্রাহকরা বিদ্যমান নিরাপদ আমানত অর্থাৎ লকার পুনর্নবীকরণের সংশোধিত চুক্তি পত্রে স্বাক্ষর করেননি। যার সময়সীমা কিনা অনেক আগেই পাড় হয়ে গেছে। এমনকি অনেক ব্যাংক আছে যারা কিনা তাঁদের গ্রাহকদের এই সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করার শেষ তারিখ (Last date) যেটি ছিল ১ জানুয়ারি ২০২৩, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়নি পর্যন্ত। ফলে যাদের ব্যাংকে লকার রয়েছে তাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এর জন্য RBI জানিয়েছে, যাদের ব্যাংকের লকার আছে সেই সমস্ত গ্রাহকদের যাতে কোন প্রকার কোন সমস্যা না হয় তার জন্য ‘লকার নিরাপত্তা পুনর্নবীকরণের সংশোধিত চুক্তি পত্রে’ স্বাক্ষর করার সময় বাড়ানোর হয়েছে RBI-এর তরফ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank inside

জেনে নিন সংশোধিত চুক্তিতে’ স্বাক্ষর করার নতুন সময়সীমা কতো?

RBI- জানিয়েছে, ব্যাংক লকারদের সুবিধার্থে সংশোধিত চুক্তি পত্রে স্বাক্ষর করার সময়সীমা ২ জানুয়ারি ২০২৩ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এবং পাশাপাশি সমস্ত ব্যাংক গুলোকে এই সংশোধিত চুক্তি পত্রে স্বাক্ষর করার জন্য তাদের গ্রাহকদের ৩০ এপ্রিল, ২০২৩ এর মধ্যে নির্দেশ দিতে বলেছে। জানা গেছে, RBI-এর এই কড়া নির্দেশ অনুযায়ী ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে সমস্ত ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে যে তাদের বর্তমান গ্রাহকদের কমপক্ষে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ এই সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment